Connect with us

Health

চুমুর উপকারিতা বেশি না কম

প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করার অন্যতম মাধ্যম হচ্ছে চুমু। চুম্বন স্বাস্থ্যের জন্য ভালো না মন্দ তা আমাদের জানা দরকার।
আসুন জেনে নেই চুমু দেওয়ার ভালো দিকগুলো

চুমুর উপকারিতা

  • প্রিয়জনদের সাথে চুমু বিনিময় করলে বন্ধন অনেক মজবুত থাকে। বেশি বেশি চুমু দিলে অক্সিটোসিন নামে এক ধরনের হরমোন উৎপন্ন হয়।
    এই হরমোন বন্ধন দৃঢ় করতে সাহায্য করে।
  • স্বামী ও স্ত্রী যখন শারীরিক মিলন করেন তখন বেশি বেশি চুমু দেওয়ার ফলে, তাদের মাঝে অদ্ভুত এক ধরনের আনন্দ সৃষ্টি হয়।
    যা ভাষায় প্রকাশ করার মত নয়।
  • যেসব স্বামী স্ত্রী বেশি বেশি চুম্বন করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। কারন চুমুর সাথে থুতুরও বিনিময় হয়।
    এতে মানুষের শরীরের ইম্মুনি সিস্টেম স্বাভাবিক থাকে।

[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]

  • যারা বেশি চুম্বন করেন তারা সহজে হতাশা গ্রস্থ হন না। তাই ডাক্তাররা স্বামী স্ত্রীদের বেশি বেশি শারীরিক সম্পর্কের প্রতি জোর দিয়ে থাকেন।
    এতে দুইজনের একজন হতাশা গ্রস্থ থাকলে তাঁর হতাশা কেটে যায়।
  • বেশি বেশি চুমু মানুষকে কার্যক্ষম করতে সাহায্য করে।
  • আপনি দেখবেন যেসব স্বামী স্ত্রী বেশি বেশি চুম্বন করেন তাদের চেহারার লাবন্যতা বেশি থাকে এবং তাদের চেহারায় বয়সের ছাপ পরে না।

তাই বলা যায় বেশি বেশি চুমু দেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এবং প্রিয় মানুষটির সাথে সম্পর্কের আন্তরিকতা বাড়ে।

Trending