ফেসবুকের ক্ষতিকর প্রভাব | ৭৫ শতাংশ মানুষ পাগল

ফেসবুকের ক্ষতিকর প্রভাব, ফেসবুকের ক্ষতিকর দিক, ফেসবুকের অপকারিতা, ফেসবুক এর কুফল, ফেসবুকের নেতিবাচক দিক, ফেসবুক ও যুবসমাজ, ফেসবুকের সুবিধা ও অসুবিধা, ফেসবুকের ক্ষতিকর দিক, ফেসবুক ব্যবহারের কুফল, ফেসবুক ব্যবহারের উপকারিতা, এই সবগুলো পয়েন্ট গুগুলের সার্চে শীর্ষে। আসুন দেখি ফেসবুকের ক্ষতিকর প্রভাব কি কি –

ফেইসবুকের কারনে ৭৫ শতাংশ মানুষ এখন মানসিকভাবে ক্ষতিগ্রস্থ

সারাদিন আপনার চোখের সামনে মোবাইল। ঐ নিল আইকনটাতে সারাদিন ঢুকে বসে আছেন।
ফেইসবুক আবিষ্কারক মার্ক জুকারবার্গ প্রেমিকার সাথে যোগাযোগের কারনে ফেইবুক বানালেও ফেঁসে গেছেন আপনি।
নানান ধরনের মজার তথ্য,ছবি,ভিডিও,স্ট্যাটাস দিয়ে আপনার নিউজ ফিড ভরা। সারাদিন স্ক্রল করতে করতে আপনার জীবন পার।
কিন্তু এই ভার্চুয়াল জগতের কারনে কত একচুয়াল বিষয়গুলো হারিয়ে ফেলছেন জানেন কি!

মনে পড়ে প্রাইমারী বা হাই স্কুলের কথা!

[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]


মাগরিবের আযান এর সাথে সাথে মায়েরা জোড় করে পড়তে বসাতো। কত জোরে জোরে পড়ে প্রায় তিন চার ঘন্টায় সাত আটটা সাবজেক্ট কভার করতেন। এখন পারবেন! পারবেন না। কারণ আপনার মতিস্কের সেল গুলো মরে গেছে। তবে ভয় নেয়, শুরু করুন নতুন ভাবে।

সারাদিন কয় ওয়াক্ত নামায পড়ছেন। শয়তানতো কুমন্ত্রনা দেওয়ার জন্য রেডিই থাকত। কিন্তু এখন ফেইসবুক আসার পর থেকে শয়তান মনে হয় একটু আরাম করতে পারে।

সারাদিন এই ভার্চুয়াল লাইফস্টাইল দেখে কোথাও না কোথাও আমরা নিজেদেরকে সেখানে চিন্তা করে ফেলি।
তখন সেটা না পেলে আমরা অপরাধে জড়াই। একটা ফেইক মিথ্যা দুনিয়াকে আপন করে নেই।
কিন্তু ভাবি না যে চক চক করলেই সোনা হয় না।

বাবা মায়ের সাথে সোনালী মুহূর্ত গুলো হারিয়ে ফেলেছেন। আগে একসাথে বসে টিভিতে সিনেমা দেখতেন। এখন সবার হাতেই একটা ফোন।

নীল জগতে বন্ধু আছে হাজার হাজার কিন্তু বাস্তব জীবনে একজনও বিপদে এগিয়ে আসে না।
যার ফলে আপনি বা আপনার পাশের মানুষটি খুব সহজে ডিপ্রেশনে চলে যাচ্ছেন আর ফল হচ্ছে আত্মহত্যা।

তাই এই নীল আইকন টি থেকে বেরিয়ে আসুন। আপনর মৃত্যু কে মনে করুন।
যে সময় গুলো পার করছেন তার জন্য আপনাকে হিসাব দিতে হবে। কি বলবেন তখন!

আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। যিনি আপনাকে বাচিয়ে রেখেছেন তার অশেষ নেয়ামতে। আপনার প্রতিদিনের কাজ গুলো শেষ করুন৷ বাবা মা কে সময় দিন। এক ঘন্টা রাস্তায় একাই হেঁটে আসুন। জানতে চান নিজের কাছে কি করতে চাইছেন, কি দরকার আপনার, কতটুকু আজ করতে পারলেন।

আমাদের সামাজিক মাধ্যমগুলো

[su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]