ফাহিম সালেহ ৬০ লাখ ডলার রেখে গেছেন

ফাহিম সালেহ ৬০ লাখ ডলার রেখে গেছেন

পাঠাও অ্যাপের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হন ২০২০ সালের ১৩ জুন। জানা গেছে খুন হওয়ার আগে ফাহিম সালেহ ৬০ লাখ ডলার রেখে গেছেন। ৩৩ বছর বয়সী ফাহিম সালেহ কে খুন করেন তারই সহকারী ডেভো হ্যাসপিল। নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। যদিও ডেভো নিজেকে নির্দোষ দাবি করেছেন।

খুন হওয়ার আগে ফাহিম তাঁর ব্যক্তিগত সম্পত্তির কোন উত্তারাধিকার রেখে যান নাই। ফাহিমের বোন রিফায়েত সালেহ নিউইয়র্ক আদালতে তাঁর ভাইয়ের সম্পত্তির বণ্টন ব্যাপারে একটি আবেদন জানিয়েছেন। সেখান থেকেই ফাহিমের ৬০ লাখ ডলার রেখে যাওয়ার খবর ছড়িয়ে পরে।

ফাহিম সালেহ বিবাহ করেন নাই। তাই নিউইয়র্ক রাজ্যের আইন অনুযায়ী তাঁর সকল সম্পত্তির ভাগ পাবেন ফাহিমের মা রায়হানা সালেহ ও ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ।

ফাহিমের পরিবার নিউইয়র্কের আদালতে জানিয়েছেন, তাঁর সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছানোর আগেই তাকে খুন করে স্তব্দ করে দেওয়া হয়েছে।
তাঁর পরিবার আরও জানান তারা ফাহিমের স্বপ্নকে বাচিয়ে রাখতে সদা তৎপর। ফাহিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের আদালত ৬০ লাখ ডলার থেকে ৪০ লাখ ডলার উত্তোলনের পারমিশন দিয়েছে।

নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে সংবাদ সংগ্রহের জন্য ফাহিম সালেহের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা এই ব্যাপারে নিরব ছিলেন।

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com

আমাদের সামাজিক মাধ্যমগুলো

[su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#000000″ radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]


[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]

ফাহিম সালেহ ৬০ লাখ ডলার রেখে গেছেন
ফাহিম সালেহ ৬০ লাখ ডলার রেখে গেছেন