সঠিক অন্তর্বাস পরছেন তো

সঠিক অন্তর্বাস

ব্রা বা ইনার যে যেটাই বলি, আমাদের মেয়েদের কিন্তু এটা প্রতিদিনের প্রয়োজন। ট্রেন্ড অনুযায়ী কত কিছু আমরা পড়ছি। ঘরে বাইরে সমান অধিকারে কাজ করে যাচ্ছি।
এত এগিয়ে আমরা তারপরও কোথায় যেন পিছিয়ে রয়েছি। কত কিছু নিয়ে লজ্জাবোধ। তার মধ্যে একটি হচ্ছে ব্রা বা অন্তর্বাস।
কিন্তু এটা নিয়েই যেন জানার শেষ নেই। অনেক টিনেজার ই আছে সঠিক ইনার না পড়ার কারনে নিজেকে গুটিয়ে নেয়।
নিজের প্রতি বিশ্বাসটা কোথায় যেন হারিয়ে ফেলে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সঠিক অন্তর্বাস সম্পর্কে।
আপনি যেই ব্রা টি ব্যবহার করছেন তা ঠিক মাপের তো! ম্যাটারিয়েলটা কতটুকু ভাল! আপনার স্কিন শ্বাস নিতে পারছে তো!

পরিধেয় ব্রা টি ঠিক মাপের কিনা কিভাবে বুঝবেন?

আপনার অন্তর্বাস টি আপনার স্কিনে লেগে থাকবে কিন্তু চেপে থাকবে না।
যদি চেপে থাকে তাহলে আপনার পিঠের চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনার ব্রেস্ট এর শেইপ ও সুন্দর থাকবে।
অনেকেই বেশি টাইট ব্রা পড়ে বুকের শেইপ নষ্ট করে ফেলে। তখন সেটা স্যাগি হয়ে যায়।

এখন আসি ম্যাটেরিয়াল এ!

[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]


ব্রা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটা ইনার ওয়্যার, তাই আমরা ভাবি এটা যেমন তেমন হলেই চলবে। কিন্তু এই ধারনা ঠিক না!
এমন ম্যাটেরিয়াল বেছে নিতে হবে যাতে আপনার ত্বকে বাতাসের প্রবাহ অব্যাহত থাকে। আপনি কমফরট থাকেন।
টাইট ইনার এ বেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং ৬-৭ মাস পর আপনার ইনার বদলানের ব্যবস্থা রাখুন৷

আপনার ত্বক শ্বাস নিচ্ছে তো!

এমন ইনার নির্বাচন করুন যা বাতাসের প্রবাহ ঠিক রাখে। এতে করে আপনার বুকে লাম্স হওয়ার সম্ভাবনা নেই।

টিপসঃ

যারা স্বাস্থ্যবান তারা ব্রা পড়ার সময় মোটা বেল্টের ব্রা পরিধান করার চেষ্টা করুন। এতে আপনার শেইপ সুন্দর থাকবে
এবং জামা পড়লে তার ফিটিং ঠিক থাকবে। প্যাডেড ব্রা পড়লেও পাতলা এবং সফ্ট প্যাডের ব্রা পরুন।

সাবধানতাঃ

সঠিক পরিমাপের অন্তর্বাস না পড়ার কারনে অনেকই বয়েসের আগে কুজো হয়ে যায়।
আবার বেশি টাইট ইনার পড়ার কারনে চামড়া লাল হয়ে যাওয়া, ব্যাথা হওয়া,ইত্যাদি দেখা দেয়।
তাই নিজের মাপ অনুযায়ী ইনার পড়া খুবই জরুরী।


আমাদের সামাজিক মাধ্যমগুলোঃ [su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]