চিনি দিয়ে রূপচর্চা এবং ত্বককে করুন ২ শেড ফর্সা

চিনি দিয়ে রূপচর্চা

চিনি,খাদ্যাভাসে চিনি থাকাটা খুবই ক্ষতিকর একজন মানুষের জন্য। বলা হয় এক চামচ চিনি নাকি এক প্লেট ভাত খাওয়ার সমান। অনেকেই আছেন মিষ্টি প্রিয় মানুষ তাদের কি অবস্থা ভাবুন তো একবার! শরীরের যত ক্ষতি করুক না কেন আপনার ত্বকের জন্য চিনি কিন্তু দারুন ভাবে কাজ করে। তা আপনি ছেলে হন বা মেয়ে। একজন প্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের প্রতিদিন দুই বার মুখ ভাল কোন ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করা উচিত। এতে ময়লা অনেকটাই কেটে যায়। কিন্তু যেই ময়লা গুলো আপনার পোরস এ আটকে তা কিন্তু বের হচ্ছে না। সেগুলো বের করে আনার জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিন দিন পর একটা স্কিন কেয়ার মেইনটেইন করতে হবে। আর স্কিন কেয়ার মানেই স্ক্রাবিং থাকবেনা তা তো হয় না।

[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]


এখন বলুন তো আপনি কি কালো হয়ে জন্মেছিলেন?

উত্তরটা না হবে।
মায়ের পেটে কত সুন্দর ছিলেন। যখনই এ দূষিত আবহাওয়ায় আপনি থাকতে শুরু করলেন তখনই আপনার ত্বক কালচে হওয়া শুরু করল।
তাই দরকার প্রপার একটা স্কিন কেয়ার। চিনি স্ক্রাবিং হিসাবে অনেক ভাবেই ব্যবহার করা যায়।
কিন্তু সবচাইতে জনপ্রিয় হচ্ছে কফি পাওডার এর সাথে ব্যবহার করা।

যেহেতু আমার স্কিন সুপার কম্বিনিশন অয়েলি স্কিন তাই আমি হালকা গরম পানিতে এক চামচ কফি পাউডার গুলেয়ে হাফ চামচ চিনি নিয়ে সার্কুলার মোশনে ৫-৭ মিনিট আলতো করে স্ক্রাবিং করি। এখন যাদের আমার মত অয়েলি স্কিন তারা যদি খাঁটি মধু পান তাও দিয়ে পারেন এতে অয়েল কন্ট্রোল হবে।

আর যাদের ড্রাই স্কিন তারা দুধে কফি গুলিয়ে পরিমান মত চিনি নিয়ে স্ক্রাবিং করতে পারেন।
এই দুটি সাধারন উপাদান আপনার স্কিনের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে। যার ফলে উজ্জ্বল এমনিতেই বেড়ে যায়।
এটি যে শুধু ত্বক পরিষ্কার করবে তা কিন্তু না সাথে আপনার পোরস কেও ছোট করে আনবে।
মনে রাখবেন পোরস কখনোই রিমুভ করা যায় না কারন এই ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার আমার ত্বক শ্বাস নেয়।

এখন কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে এক মাস এটাকে ব্যবহার করতে হবে। এরপরের পরিবর্তন টা আপানাকে চমকিয়ে দিবেই।


আমাদের সামাজিক মাধ্যমগুলোঃ [su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]