টোনার বানানোর নিয়ম | ১০ টাকায় সবচাইতে কার্যকরি টোনার

টোনার বানানোর নিয়ম

হাতের কাছে আছে এমন জিনিস নিয়েই আপনি টোনার বানাতে পারবেন।
আমার স্কিন সুপার ওয়েলি তাই আমি এই দুই ধরনের টোনার ব্যবহার করি:

১. এক কাপ মৃদু গরম পানিতে একটি গ্রীণটির প্যাকেট ভিজিয়ে লিকার ছাড়তে দিন।
তারপর সেটা একটা স্প্রে বোতলে নিয়ে নিন এবং ফ্রিজে সংরক্ষণ করুন।
যখনই মুখ পরিষ্কার করবেন, তারপর এটা মুখে স্প্রে করুন এবং একটি কটন প্যাড দিয়ে মুখ টাকে মুছে নিন।

[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]

যেহেতু গ্রীণটিতে প্রচুর পরিমানে এন্টি অক্সিডেন্ট আছে তাই আপনার ব্রণ কমাবে আর ব্রনের দাগ ও আস্তে আস্তে ফেইড হয়ে যাবে।

আপনার পোরস কে মিনিমাইজ করবে। এবং ভিতরের ময়লা বের করে আনবে। মুখের উজ্জ্বলতা বাড়াবে। এবং ময়েশ্চার লক করবে।

২. তিন টে. চামচ এ্যপেল সাইডার ভিনেগার এর সাথে ৫ টে. চামচ পানি মিশিয়ে ব্যবহার করুন।
অয়েলি স্কিনের জন্য এর চাইতে ভাল টোনার হয় না। তাও লো কস্ট এ। এ্যাপেল সিডার ভিনেগার অব্শ্যই আপনার একনি কমাবে। তার সাথে ফাংগাল একনি ও ভ্যানিশ করে দিবে।
ব্যবহারের সাথে সাথে আপনার স্কিন হবে গ্লোয়ি। ভিতর থেকে উজ্জল। স্কিনের ময়লা পরিষ্কার করবে।
মুখের এক্সট্রা ওয়েল কন্ট্রোল করবে। এবং পোরস ক্লিয়ার রাখবে।
যেকোন জিনিস রেগুলার ব্যবহার করতে হবে। রেগুলার না ব্যবহার করলে এর পার্থক্য বোঝা বা ধরা যায় নাহ। তাই মিনিমাম একমাস ব্যবহার করুন। যেহেতু এগুলোতে কোন কেমিকেল নেই তাই সময় নিবে কাজ করতে।