রাইস ক্রিম কিভাবে ঘরে বানায় | রাইস ক্রিম কি আসলেও কাজ করে?

রাইস ক্রিম কিভাবে ঘরে বানায় – যেহেতু সাত দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন তাই বেশি বানিয়ে লাভ নেই। এক কাপ চাল পানি দিয়ে ভালভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন চাল টা সাদা না হওয়া পর্যন্ত। তারপর ভাল মত ব্লেন্ড করে নিন। একদম মিহি দানা যেন হয়। তারপর ছেকে নিন। সেই তরল অংশ টাকে জাল দিয়ে ঘন করে নিন। অবশিষ্ট গুড়া টাকে আপনি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারবেন। রাইস ক্রিম কিভাবে ঘরে বানায় এইটাই হচ্ছে উত্তর। 

আসুন জেনে নিই এটি আসলেও কাজ করে কিনা

রাইস ক্রিম কিভাবে ঘরে বানায়
রাইস ক্রিম

চাল যেহেতু একটা আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপাদান।

তাই এর ব্যবহারে কোন সাইড ইফেক্ট নেই।

এর মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন যা ত্বককে খুব দ্রুত ফর্সা করে।

আমাদের ত্বকের কয়েকটা লেয়ার থাকে। একটা লেয়ার আমরা স্ক্রাব আর ফেইসওয়াশ দিয়ে ক্লিন করতে পারি।

কিন্তু নিচের লেয়ার গুলো সেই ময়লা থেকেই যায়।

এখন এই ক্রিম যখন আমরা রাতে দিয়ে ঘুমাবো তখন ভিতরের ময়লা গুলোকে ক্লিন করে দিবে।

যার ফলে প্রতিনিয়ত ব্যবহারে ত্বক হয়ে যাবে দাগমুক্ত হেলদি আর উজ্জ্বল।

এই রাইস ক্রিম আপনার পোর মিনিমাইজ এ সাহায্য করবে। ত্বককে টানটান করবে এবং ব্রন ফিরে আসতে দিবে না।

এটি আপনার স্কিনে এন্টি এইজিনং এর করবে। বয়সের ছাপ পড়তে দিবে না। রিংকেলস আর মেছতার ও সমাধান বলতে পারেন।

আরেকটা কথা বলে রাখা ভাল এটাই কিন্তু জাপানিজ দের রুপের রহস্য। জি ঠিকি শুনেছেন। তারা বছরের পর বছরের এই হোমমেইড রাইস ক্রিম ই ব্যবহার করছে।

এখন বলি আমি কিভাবে ইউস করিঃ

যাদের স্ক্রিন সুপার সেনসেটিভ  তারা শুধু এটা রাতে ঘুমানোর সময় ব্যবহার করবেন।

কিন্তু আপনারা চাইলে এর মধ্যে এ্যালোভেরা জেল, আরগান ওয়েল অথবা ব্রনের প্রকোপ বেশি থাকলে বডি শপের টি ট্টি ওয়েল টা ইউজ করতে পারবে।

টানা সাত দিন ব্যবহারের পর নিজেই চমকে যাবেন। তখন আর বহুজাতিক কোম্পানির ক্রিমের পিছনে টাকা ঢালতে হবে না।

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন কি চান সব দেওয়া হবেঃ Telegram Group

আমাদের সামাজিক মাধ্যমগুলো

[su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#000000″ radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]


[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]