Resources
টাইটানিক জাহাজ কেন ডুবেছিল 100 Percent Easy Way to Understand
টাইটানিক জাহাজ কেন ডুবেছিল আসল কারন
টাইটানিক জাহাজ কেন ডুবেছিল – টাইটানিক মুভির কারণে পুরো পৃথিবী, টাইটানিক জাহাজের সাথে পরিচিত। পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে শুরু হয় টাইটানিকের যাত্রা টাইটানিক তৈরি করার পর এর নির্মাতারা একে আনসিঙ্কেবল হিসেবে দাবি করে। কিন্তু তাঁদের এই অহংকারকে ধুলিতসাত করে দিয়ে টাইটানিক জাহাজ ১৯১২ সালে তার প্রথম যাত্রাতেই বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে প্রায় ২০০০ যাত্রী নিয়ে আটলান্টিক সাগরে ডুবে গিয়েছিল।
টাইটানিক জাহাজ কেন ডুবেছিল তার VIDEO
কেন কিভাবে টাইটানিক জাহাজটিকে নিয়ে এত জল্পনা কল্পনা
এই ঘটনাটি পুরো পৃথিবীতে এক বিস্ময়ের সৃষ্টি করে। শুরু হয় এর ডুবে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা আর গবেষণা। প্রকাশিত হয় অসংখ্য খবর আর বেশ কিছু বই। আর এসব থেকেই বেড়িয়ে আসে বিস্ময়কর কিছু তথ্য। টাইটানিক জাহাজটি নির্মাণ করে বিখ্যাত জাহাজ নির্মাতা কোম্পানি ওসেন লাইনার। টাইটানিকের সাথে আরও দুইটি জাহাজ নির্মাণ করা হয় এবং এই তিনটি জাহাজকে একত্রে বলা হত অলিম্পিক ক্লাস লাইনারস। যাত্রা শুরুর আগে টাইনাটিক জাহাজে আগুন লেগে যায়। এতে জাহাজটির মুল কাঠামো ক্ষতিগ্রস্থ হয়। এবং এর ভিত দুর্বল হয়ে যায় ফলে জাহাজটি সেই বরফের ধাক্কায় অতি সহজেই ডুবে যায়।
টাইটানিক জাহাজ আসলে ডুবে নাই!
একদল মনে করে সেই রাতে যেই জাহাজটি ডুবে গিয়েছিল সেটা টাইটানিকই ছিল না সেটা ছিল তার সিস্টার শিপ অলিম্পিক যেটাকে টাইটানিকের সাথে বদলে দেওয়া হয়। বলা হয় অলিম্পিক আগে আরও দুবার বড় দুর্ঘটনার কবলে পরে। আর এতে নির্মাতা প্রতিষ্ঠান ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়। আর এই ক্ষতি পোষানোর জন্য তারা ইচ্ছে করে এই দুর্ঘটনা ঘটায়।
ধারনা করা হয় সত্যিকারের টাইটানিক অলিম্পিকের ছদ্মনামে চলতে থাকে। আর আসল অলিম্পিকটাই সমুদ্রের তলায় রয়েছে এবং এই তথ্যগুলো রবিন গার্ডিনারের বই টাইটানিক দ্যা শিপ দেট নেভার সাঙ্ক এতে বিশদভাবে দেওয়া আছে।
টাইটানিক জাহাজ কেন ডুবেছিল তার আসল কারন
অন্য আর এক থিউরি অনুযায়ী টাইটানিকে কোন বরফের পাহারে ধাক্কাই লাগেনি।
বরং জার্মান সাবমেরিন থেকে ছোড়া একটি টড়পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়।
আর দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরাও জানায় তারা একটি বিস্ফোরণের আওয়াজ শুনে।
আরও পড়ুন
- টাইটানিক জাহাজ কেন ডুবেছিল আসল কারন
- 5 Ways to Make Hair Growth Faster and Stronger
- বিপদ থেকে মুক্তির দোয়া | কঠিন বিপদ থেকে বাঁচতে ৭০টি কার্যকরী দোয়া
- সালাম ফেরানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়
- What should a pregnant mother do?
আর দূরে একটি সার্চলাইটের আলো দেখতে পায়। উদ্ধারকারী জাহাজ আসার অনেক আগে।
আনসিঙ্কেবল এই জাহাজ ডুবে যাওয়ার আরেকটি বহুল প্রচলিত কারন হিসেবে বলা হয়
মিশরের অভিশপ্ত মমি আমুন রা এর কথা।
খৃষ্টপূর্ব ১৫০০ বছর আগের এই অভিশপ্ত মমিটি খুজে পাওয়ার পর থেকে যাদের হাতে
এই মমিটি গেছে তাঁদের সবাই কোন না কোন দুর্ঘটনার কবলে পরেছে।
টাইটানিক জাহাজ কবে এবং কেন ডুবেছিল
কারো মৃত্যু হয়েছে, নয়তো চিরজীবনের জন্য হারিয়ে গেছে অথবা দেউলিয়া হয়ে গেছে।
এই অভিশপ্ত মমিটিই নাকি বহন করা হচ্ছিল টাইটানিক জাহাজে।
আর যাত্রা শুরুর ৪ দিনের মাথাই ডুবে যায় জাহাজটি।
আর একটি অবাক করা বিষয় হল ১৮৮৬ সালের একটি গল্প সেসময় এক ব্রিটিশ লেখক উইলিয়াম টি স্টেপ
একটি ছোট গল্প লিখেন যার নাম দেন হাউ দ্যা আটলান্টিক মেইল স্টিমার অয়েন্ট ডাউন বিস্ময়কর ব্যাপার হল।
এই বইয়ে জাহাজ ডোবার যেই বর্ণনা দেওয়া হয় তার সাথে সত্যিকার টাইটানিক জাহাজ ডোবার ঘটনা হুবহু মিলে যায়।
বাস্তবতা মাঝে মাঝে কল্পনাকেও হাড় মানায়।
আর সেই জন্যই টাইটানিক ডুবে যাওয়ার এত বছর পরেও এ ঘটনা মানুষের মনে সৃষ্টি করে বিস্ময়,
উত্তেজনা আর আগ্রহ। ভাবার বিষয় এটাই যে টাইটানিক ডুবে যাওয়ার কারন কি এগুলো
নাকি এর পেছনে রয়েছে এর থেকেও বিস্ময়কর কোন কারন যা মানুষের কল্পনাকেও হার মানাবে।
Our Sections
Explore our Fitness section and gain valuable insights to support your wellness journey.
Check out our Health section for essential information on maintaining a balanced lifestyle.
Discover our Beauty Skincare section for expert tips and advice to enhance your skincare routine.
Visit our Nutrition section for guidance on improving your diet and overall health.
Dive into our Lifestyle section for articles that enrich your daily life.
Explore our Pregnancy section for support and information during this special time.
Browse our Resources section for a variety of helpful articles.
Don’t forget to visit and subscribe to our YouTube channel for more content and updates!