চুল কিভাবে দ্রুত লম্বা করা যায়

চুল কিভাবে দ্রুত লম্বা করা যায়

চুল কিভাবে দ্রুত লম্বা করা যায়, চুল সোজা করার উপায়, চুল লম্বা, প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করার উপায়, চুল কিভাবে ঘন ও কালো করা যায়, চুল লম্বা হওয়ার দোয়া, ৭ দিনে চুল লম্বা করার উপায়, চুল বড় করার উপাদান, চুল লম্বা করার তেলের নাম কি, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন বাংলা ভাষাভাষীরা গুগলে সার্চ দিয়ে থাকেন। আসুন আজ জেনে নেই কিভাবে চুল দ্রুত সময়ে লম্বা করা যায়-

মাত্র ২০ টাকায় চুল হবে দেড় ইঞ্চি পরিমান লাম্বা তাও এক সপ্তাহে

লম্বা আর ঘন চুল কার না পছন্দ। কিন্তু এই দূষন, খাবারের ফরমালিন, সব কিছুর সাথে সাথে আমাদের চুলকেও কেড়ে নিচ্ছে।
মাথা ভর্তি খোপা এখন কারোই দেখা যায় না। অথচ দাদী নানীদের শেষ বরসেও খোপা ছিল এখনকার তিন জনের খোপার সমান।

[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]

এই পর্যায়ে আপনি যদি চুলের সঠিক যত্ন না নেন তাহলে ৪০ এর কাছে গিয়ে দেখবেন চুল আর একটিও বাচবে না। তাহলে করনীয় কি! চুলের যত্ন।
অবশ্যই প্রাকৃতিক ও উপকারী উপাদান দিয়ে আপনার চুলের যত্ন নিতে হবে।

২০ টাকায় কিভাবে চুলের যত্ন নিবেন?

গ্রীণটি আমাদের সবার বাসায় আছে। ত্বক ও চুলের যত্নে এর ব্যবহার বলে শেষ করা যাবে না।
এর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে দারুন ভাবে কাজ করে। মাথায় রক্ত সরবরাহের পরিমান বাড়িয়ে দেয়।
যার ফলে আপনার চুল পড়া খুব সহজে কমিয়ে দেয় এবং চুলকে দ্রুত লম্বা করে।

কিভাবে ব্যবহার করবেনঃ

এক কাপ হালকা গরম পানি তে টি ব্যাগটি ভিজিয়ে এর লিকার বের করে নিন। তারপর ৪০০ মিলি পানিতে মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে ভরে পুরো মাথায় স্প্রে করুন।

কখন আর কতদিন ব্যবহার করবেনঃ

রাতে মাথায় স্প্রে করাটা ভাল এতে সারা রাত আপনার চুল গ্রীণটির নির্যাস পাবে। কিন্তু ঠান্ডার সমস্যা থাকলে গোসলের দুই ঘন্টা আগে ব্যবহার করুন। সপ্তাহে তিন দিন বা চার দিন ব্যবহার করুন। পরিষ্কার চুলে ব্যবহার করুন। আগের দিন শ্যম্পু করে থাকলে এটি দেওয়ার পর শ্যম্পু করার প্রয়োজন নেই।

আমাদের সামাজিক মাধ্যমগুলো

[su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]