খুশকি দূর করার উপায় ও ৩টি ঘরোয়া পদ্ধতি

খুশকি দূর করার উপায় অনেক। অনেকেই ভালো শ্যাম্পু ব্যবহার করে খুশকি দূর করার জন্য।
আবার অনেকে সহজে খুশকি দূর করতে লেবু, এলোভেরা বা খুশকি দূর করার তেল ব্যবহার করে থাকে।
কিন্তু এগুলো করলে আসলে খুশকি দূর হয় না। খুশকির সমস্যা থেকেই যায়।

খুশকির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে কিছু ঘরোয়া পদ্ধতি ফলো করতে পারেন।

১. খুশকি দূর করার উপায় হিসেবে টক দই ও নিমপাতার ব্যবহারঃ

নিমপাতায় আছে এন্টিফাংগাল, যেটি খুশকি দূর করতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? প্রথমে পরিমাণ মত নিম পাতা বেটে তাতে পরিমাণ মত টক দই মিশিয়ে পেস্টের মত বানান। নিমপাতা ও টক দইয়ের পেস্ট মাথায় দিয়ে ২০ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে মাথার খুশকি চিরতরে চলে যাবে।

২. লেবু ও ডিম খুশকি দূর করতে ব্যাপক কার্যকরীঃ

মাঝারি আকারের একটি লেবুর সম্পূর্ণ রস এবং দুইটি ডিমের সাদা অংশ একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর চুলে লাগান ৩০ মিনিট পর যে কোন শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে যা খুশকি দূর করতে সহায়ক।

৩. খুশকি দূর করতে আমলকী বেশ কার্যকরঃ 

আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকে যা খুশকি দূর করতে সাহায্য করে। পরিমাণমত পানিতে আমলকী গুড়া করে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ৮-১০টি তুলসিপাতা অল্প পানিতে গরম করুন যেন জিবানু দূর হয়। তুলসীপাতাগুলোকে আমলকীর পেস্টের সাথে মিশিয়ে নিন এবং খুব আলতো করে চুলের গোঁড়ায় লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের খুশকির সমস্যা আছে।

আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com

আমাদের সামাজিক মাধ্যমগুলো

[su_button url=”https://twitter.com/GirlWorld24″ target=”blank” background=”#2de6ef” color=”#000000″ radius=”round” icon=”icon: twitter”]টুইটার[/su_button] [su_button url=”https://www.facebook.com/GirlWorld24/” target=”blank” background=”#2d45ef” color=”#ffffff” radius=”round” icon=”icon: facebook-f”]ফেসবুক[/su_button]


[su_box title=”আরও পড়ুন” style=”glass” box_color=”#000000″ title_color=”#ffffff” radius=”20″][su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ order=”desc” orderby=”rand” ignore_sticky_posts=”yes”][/su_box]

খুশকি দূর করার উপায়