শবনম ফারিয়া ডিভোর্স এরপর নতুন রূপে ফিরলেন
ডিভোর্সের পর শবনম ফারিয়া এখন ফেসবুক ব্যবহার করা থেকে দূরে আছেন। কিন্তু তিনি ইন্সটাগ্রামে একটিভ। শবনম ফারিয়ার বিবাহ বিচ্ছেদের পর এই প্রথম তিনি একটি ছবি পোষ্ট করেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। সেই ছবির ক্যাপশনে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন শুভ স্বাধীনতা দিবস। শবনম ফারিয়ার এই ক্যাপশন নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।
শবনম ফারিয়া যে ছবিটি আপলোড করেছেন সেই ছবিটির ক্যাপশন কি শুধু স্বাধীনতার মাসের জন্য নাকি ফারিয়া তাঁর বিবাহ বিচ্ছেদের আনন্দে নিজেকে স্বাধীন মনে করে এই ক্যাপশন দিয়েছেন? অনেকেই বলছেন তাঁর এই ক্যাপশনটি এক ডিলে দুই পাখি মারার মত হয়েছে।
শবনম ফারিয়া ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি আপুকে বিয়ে করেন এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে।
কিন্তু বিবাহের পর পরই ফারিয়া – আপুর সংসার ভাঙ্গা গড়া নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল।
সেই গুঞ্জনকে ফারিয়া নিজেই সমাপ্তি করলেন ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়ে।
তিনি তাঁর সেই ভিডিওতে বলেন, আমি এবং অপু দুইজনই নিজেদের সুখের জন্য একে অপর থেকে দূরে সরে যাচ্ছি বিবাহ বিচ্ছেদের মাধ্যমে।
মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পরে ফেসবুকে এবং তিনি অবশেষে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করে রেখেছেন আপাদত।
ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করার আগে তিনি বলেন, আমার সংসার ভেঙ্গে যাওয়াতে মানুষ গালাগালি এবং আমাকে দোষ দিচ্ছেন।
তবে কি আমি ভেবে নিব মানুষ মানুষকে ছোট করতে বেশি পছন্দ করে?
তিনি আরও বলেন, আমার একান্ত ব্যাক্তিগত কারন না থাকলে অপুরমত একটা ভালো ছেলের সাথে আমি কেন বিবাহ বিচ্ছেদ করব?
শেষ ভালো যার সব ভালো। বিচ্ছেদের শেষের অংশটাও সুন্দর হতে পারে যদি সেখানে ভালোবাসা ও সম্মান থাকে।
আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com