সন্তান ছেলে হবে না মেয়ে কিভাবে বুঝবেন?
ছেলে সন্তান হওয়ার উপায় কি
যেকোনো দম্পতির আগ্রহের কেন্দ্র বিন্ধুতে থাকে পেটের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আবার অনেকেই অনলাইনে সার্চ দেন ছেলে সন্তান হওয়ার উপায় কি? বা মেয়ে সন্তান হওয়ার উপায় কি? কারন একটি ছেলে বা মেয়ে সন্তানের জন্যই স্বামী স্ত্রী ভবিষ্যতের স্বপ্ন বুনে থাকেন। ছেলে সন্তান হওয়ার উপায় কি?
আজকাল আধুনিক চিকিৎসার মাধ্যমে জানা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে। আমরা সাধারণত আলট্রাস্নোগ্রাফ করে গর্ভের সন্তানের লিঙ্গ জেনে থাকি।
কিন্তু এই পদ্ধতি একেবারেই নির্ভুল নয়। তবে মেয়েদের গর্ভে সন্তান আসলে মেয়েদের কিছু কিছু উপসর্গ বা লক্ষণ দেখেই বুঝা যায়, পেটের সন্তানটি ছেলে না মেয়ে।
আসুন দেখে নেই কি সেই উপসর্গ বা লক্ষণ
১. সকালে ঘুম থেকে উঠার পর যদি আপনি খুব দুর্বল অনুভব করেন, বমি বমি ভাব হয় তাহলে বুঝবেন আপনার অনাগত সন্তান ছেলে।
২. আপনি কোন দিকে হয়ে ঘুমাচ্ছেন তাঁর উপরও নির্ভর করে আপনার সন্তান ছেলে না মেয়ে।
সন্তান পেটে আসলে সাধারণত মায়েরা অনেক দুর্বল অনুভব করেন। এই সময় মায়েরা বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পরেন।
তিনি বুঝতেও পারেন না যে তিনি বা দিকে হয়ে ঘুমাচ্ছেন না ডান দিকে। স্বামীদের এই বিষয়ে লক্ষ রাখতে হবে।
স্বামী যদি দেখেন তাঁর স্ত্রী বা দিকে হয়ে ঘুমাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার সন্তান ছেলে হবে।
৩. পেটের পজিশন দেখেও বুঝা যায় সন্তানের লিঙ্গ কি।
আপনার পেট যদি নিচের দিকে বেশি ঝুকে থাকে তাহলে বুঝবেন আপনার ছেলে সন্তান হবে।
৪. গর্ভাবস্থায় চিকিৎসকদের প্রায়ই দেখা যায়, বাচ্চার হার্টরেট মেপে থাকেন।
যদি দেখেন আপনার বাচ্চার হার্টরেট ১৪০ বিট প্রতি মিনিটে তাহলে কোন সন্দেহ নেই আপনার অনাগত সন্তান ছেলে হতে চলেছে।
৫. গর্ভাবস্থায় মায়ের প্রসাবের কালার যদি গাড় হলুদ রংয়ের হয় চোখ বন্ধ করে ধরে নিতে পারেন আপনার সন্তানের লিঙ্গ ছেলে।
৬. সন্তান পেটে থাকলে অনেক মায়ের হাতের তালু শুকিয়ে যায়। আর এই হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হল আপনি ছেলে সন্তানের মা হতে চলেছেন।
৭. আপনার ত্বকে হঠ্যাৎ ব্রনের উপদ্রব বেড়ে গেলে ভেবে নিন আপনার পেটে ছেলে সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে।
৮. সন্তান পেটে আসলে অনেক অস্বাভাবিক পরিবর্তের একটি হচ্ছে প্রচুর খুদা লাগা। আর এই প্রচুর খুদা লাগার মানেই হচ্ছে ছেলে সন্তানের মা হবেন আপনি।
৯. সাধারণত পেটে সন্তান আসলে মায়েদের ব্রেস্টের সাইজ পরিবর্তন হয়। ডান দিকের তুলনায় বা দিকের স্তন বেশি বড় দেখায়। কিন্তু পেটে ছেলে সন্তান হলে হবে উল্টো। ডান দিকের দুধের সাইজ বা দিকের দুধের চেয়ে বেশি বড় হবে।
১০. পায়ের পাতা শিতল হয়ে যাওয়া হচ্ছে ছেলে সন্তানের লক্ষণ।
আমাদের সামাজিক মাধ্যমগুলো
টুইটার ফেসবুক