সালাতুত তাসবিহ কি?
সালাতুত তাসবিহ হচ্ছে এক বিশেষ নামাজ। যাকে তাসবিহ নামাজ বলে।
আমরা সবাই জানি সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ। “সুবাহানাল্লাহ – ওয়াল হামদুলিল্লাহ – ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু – ওয়াল্লাহু আকবর” এই শব্দগুলো হচ্ছে তাসবিহ।
সুতরাং আমরা বলতে পারি যে নামাজে এই তাসবিহ পড়া হয় সেই নামাজের নামাই হচ্ছে সালাতুত তাসবিহ। যাকে সবাই তাসবিহ নামাজ হিসেবে চিনে।
ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এই তাজবিহ নামাজটি একটি গুরুত্বপূর্ণ ইবাদাত। তবে ৫ ওয়াক্ত ফরজ নামাজের মত গুরুত্বপূর্ণ নয়।
তবে নবীজি হযরত মোহাম্মাদ (সাঃ) তাঁর উম্মতদেরকে এই নামাজের ব্যাপারে উৎসাহিত করেছেন।
সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হাদিস
সালাতুত তাসবিহ নামাজের গুরুত্ব বা তাসবিহ নামাজের ফজিলত বুঝানোর জন্য রাসুল (সাঃ) চাচা আব্বাস (রাঃ) কে বলেছিলেন,
চাচা সালাতুত তাজবিহ নামাজটি আপনি সপ্তাহে একবার পড়বেন, তাও না পারলে মাসে একবার পড়বেন,
তাও যদি না পারেন তাহলে বছরে একবার পড়বেন। আপনি যদি বছরে একবার নাও পড়তে পাড়েন তাহলে আপনার জীবনে একবার হলেও এই নামাজটি পড়বেন।
কারন সালাতুত তাসবিহ এমন একটি নামাজ যার মাধ্যমে সারা জীবনের ছোট, বড়, স্বেচ্ছায়, অনিচ্ছায়, নতুন, পুরনো, গোপন, প্রকাশ্য সব রকম গুনাহ মাফ হয়ে যায়।
সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম
সালাতুত তাসবিহ নামাজটি চার রাকাত।
প্রতিটি রাকাতে ৭৫ বার “সুবাহানাল্লাহ – ওয়াল হামদুলিল্লাহ – ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু – ওয়াল্লাহু আকবর” পড়তে হয়।
সুতরাং প্রতি রাকাতে ৭৫ বার পড়া হলে মোট চার রাকাতে ৩০০ বার এই তাসবিহগুলো পড়তে হয়।
প্রথম রাকাতে ৭৫ বার তাসবিহগুলো কিভাবে ভাগ করে পড়া হয়, আসুন জানি
- প্রথম রাকাতে সানা পড়ার পর ১৫ বার (سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ )
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়তে হবে। -
সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা কোরআন থেকে পড়া শেষ হলে রুকুতে যাওয়ার আগে দাড়িয়ে ১০ বার পড়তে হবে
- তারপর রুকুতে যেতে হবে। সুবহানা রাব্বিয়াল আজিম পড়া শেষ হলে রুকুতে থাকা অবস্থায়ই ১০ বার তাসবিহ পড়তে হবে
- রুকু থেকে মাথা তুলে সোজা হয়ে দাড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পর আবার ১০ বার এই তাসবিহ পড়তে হবে
- তারপর সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর আবার ১০ বার পড়তে হবে
- সিজদা থেকে মাথা উঠানোর পর ১০ বার পড়তে হবে
- আবার সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর ১০ বার এই তাসবিহ পাঠ করতে হবে
এখন হিসেব করুন প্রথম রাকাতে কয়বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়া হল?
হিসেব করে দেখা যাবে মোট ৭৫ বার এই তাসবিহ পাঠ করা হয়েছে।
একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকাতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়তে হবে।