সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন
সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন তবে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এই খবর দিয়েছেন।
তিনি আরও বলেন তাকে করোনা টেস্টেও উত্তীর্ণ হতে হবে। এই জন্য তাকে বিসিবির মেডিকেল টিমের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিসিবির নির্বাচকরা চান ২০২১ সালের জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা সাবিক আল হাসান খেলুক এবং তাঁর সেরাটা উজার করে দিক আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
বিসিবির নির্বাচক নান্নু বলেন, যেহেতু সাকিব দীর্ঘ ১ বছর ক্রিকেট থেকে বিচ্ছিন্ন ছিল তাই তাকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পাশাপাশি তাকে করোনা টেস্ট করতে হবে।
যেটা সাধারণত সব ক্রিকেটারকেই করতে হয়। সাকিবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না।
এটা একটা নরমাল প্রসেস। আমরা জানি সাকিব এই ১ বছরে নিজে নিজে প্র্যাকটিস করেছে।
এটা ভালো দিক আমাদের জন্য এবং তাঁর জন্য।
এই নির্বাচক আরও বলেন, তাকে ঠিক কতদিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে এই মুহূর্তে বলতে পারছি না। তবে সব কিছু নির্ভর করে তাঁর টেস্টগুলোর উপর।
বিসিবি অনেক আগেই জানিয়েছেন, সাকিব আল হাসাকে কর্পোরেট লিগগুলোতে খেলতে।
এই লীগগুলোর খেলা শুরু হবে ১৫ নভেম্বর থেকে। তবে এর কার্যক্রম অনেক ধীর গতিতে এগুচ্ছে।
পাঁচটি দল নিয়ে এইবারের কর্পোরেট লীগের খেলা হবে। নিতি নির্ধারকরা এই ৫টি দলকেই সমানে সমান রাখতে চাইছেন যেন হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়।
তবে সাকিল আল হাসান যেই দলেই খেলবেন সেই দলটি মেন্টালি অনেক এগিয়ে থাকবে।
কারন তিনি একাধারে বলিং, বেটিং এবং ফিল্ডিংয়ে সেরা।
কিন্তু সাকিব নিজে নিজের ফিটনেসের ব্যাপারে শতভাগ পজিটিভ হলেই শুধু হবে না তাকে
এই কর্পোরেট লীগের ম্যাচগুলোতে নিজের ফিটনেসের পরীক্ষা দিতে হবে।
আমাদের সামাজিক মাধ্যমগুলো