শ্যামলা ত্বকের কিছু মেকআপ টিপস

শ্যামলা ত্বকের মেকআপ
শ্যামলা ত্বকের কিছু মেকআপ টিপস

কিভাবে শ্যামলা ত্বকের মেকআপ করতে হয়

আমরা বাংলাদেশীরা অধিকাংশই শ্যামলা বা বাদামর বর্ণের হই। ছেলেদের তো সমস্যা নেই।
কিন্তু আমাদের মেয়েদের! কোথাও যেতে হলেই নিজেকে তৈরি করতে হয় তেমন ভাবেই যেন আমাদের কনফিডেন্সের লেভেল টা উপরে থাকে। আসুন শুরু করি
কিভাবে শ্যামলা ত্বকের মেকআপ করতে হয়।

আজকে আসুন জানি শ্যামলা হয়েও কিভাবে নিজেকে সুন্দর দেখাতে পারেন:

আপনার বর্ণের সাথে মিলিয়ে একটি ফাউন্ডেশন অথবা একটি বিবি ক্রিম বাছাই করুন।
এক শেড বেশি নয় কম ও নয়। এর কারনে আপনি একটি ফ্ললেস মেকাপ পাবেন। কেউ ধরতেই পারবেন না আপনি মেকাপ করেছেন।

কনসিলার ব্যবহার না করলেও হয়। যেহেতু প্রতিদিনকার রুটিন তাই এত কিছুর দরকার নেই৷ কিন্তু যদি ডার্ক সপ্ট থাকে তখন? তখন লাল কারেক্টর ইউজ করুন। এতে আপনার দাগ গুলো ঢেকে যাবে৷ অবশ্যই আগে কারেক্টর ব্যবহার করবেন৷

একটি লুজ পাউডার বা সেটিং পাউডার ব্যবহার করুন আপনার স্কিন টোনের সাথে মিলিয়ে।

অবশ্যই কন্টোর ব্যবহার করবেন৷ এতে মুখের শেইপ টা দেখতে সুন্দর লাগবে৷

ব্লাশ ব্যবহার করবেন না কিন্তু হাইলাইটার ব্যবহার করতে পারেন। চোখে নুড কালার শেডো ইউজ করবেন সাথে মাসকারা লাইনার আর কাজল তো আছেই।

ঠোটে আপনার ইচ্ছামত লিপ কালার এপ্লাই করুন। কিন্তু আমি নুড কালারটিই বেশি প্রেফার করি।

কালো বলেই হীনমন্যতায় ভুগবেন না।


আমাদের সামাজিক মাধ্যমগুলোঃ টুইটার ফেসবুক

রাতে না ঘুমালে কি ক্ষতি হয়

রাতে না ঘুমালে কি ক্ষতি হয়?

কিভাবে রোদে পোড়া ত্বক উজ্জ্বল করবেন

পোড়া ত্বক উজ্জ্বল করুন | কিভাবে ত্বক উজ্জ্বল করবেন