ভারত সম্পর্কে অজানা তথ্য
এই তথ্যগুলো অধিকাংশ মানুষই জানেন না। আমরা শুধু জানি পৃথিবিতে ভারত নামক দেশটির জনসংখ্যা অনেক বেশি। প্রতিবেশি দেশগুলোর সাথে এই দেশটির সম্পর্ক ভালো না। বিশেষ করে পাকিস্তান আর চিনের সাথে। পৃথিবির ৭ম বৃহত্তম রাষ্ট্র ভারত। সাহিত্য থেকে শুরু করে বিজ্ঞান সব ক্ষেত্রেই ভারতের অবদান প্রচুর আলবার্ট আইন্সটাইন বলেছেন, “আমরা ভারতীয়দের কাছে অনেক ঋণী, যারা আমাদের গণনা করতে শিখিয়েছে ,যা ব্যতীত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করা যায় না।”
চলুন আজ জেনে নেই ভারত সম্পর্কে অজানা তথ্য
১. চাঁদে পানির সন্ধান প্রথম কোন দেশ দিয়েছিল?
চাঁদের মাটিতে পানি আছে, ভারতই প্রথম এর সন্ধান দিয়েছিল। ভারত ২০০৮ সালে চন্দ্রযান -১ পাঠায়। চন্দ্রযান -১ এর মাধ্যমেই চাঁদে পানির অস্তিত্ব খুজে পায় ভারত। নাসার বিজ্ঞানিরাও তা স্বীকার করে নিয়েছেন। আমেরিকা, রাশিয়া বা চিন যেখানে চাঁদে পানির অস্তিত্ব খুজে পায় নি, ভারত চন্দ্রযান -১ এর মাধ্যমে তা আবিস্কার করে দেখিয়েছে পৃথিবিবাসিকে।
২. ভারতের প্রথম উপগ্রহ গরুর গাড়িতে
ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তাদের প্রথম উপগ্রহটিকে উৎক্ষেপনস্থলে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা এবং কোন ভাল পরিবহণ ছিল না। তাই ইসরোর কর্মীরা ভারতের প্রথম উপগ্রহটিকে গরুর গাড়ি করে উৎক্ষেপণস্থলে নিয়ে যায়। একইভাবে ভারতের প্রথম রকেট পরীক্ষা করার জন্য সাইকেলে করে নিয়ে যাওয়া হয় উৎক্ষেপণস্থলে।
৩. কোন দেশে প্রথম হীরার সন্ধান পাওয়া যায়?
হিরা এখন পর্যন্ত অনেক মুল্যবান ধাতু। কিন্তু আপনি কি জানেন প্রথম হীরার সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল? আপনি শুনলে অবাক হবেন পৃথিবির প্রথম হীরার সন্ধান পাওয়া যায় ভারতেই।
৪. ইংরেজিতে ভারত দ্বিতীয়
ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হলেও উইকিপিডিয়ার তথ্য মতে ভারতের মানুষ সবচেয়ে বেশি কথা বলে ইংরেজিতে। এই ভাষাভাষীর সংখ্যা আমেরিকার মানুষের পরেই।
৫. প্রথম প্লাস্টিক সার্জারির দেশ ভারত
সারা বিশ্বে এখন প্লাস্টিক সার্জারির ছড়াছড়ি। কিন্তু ভারতই একমাত্র দেশ যারা প্রথম প্লাস্টিক সার্জারিতে সফল হয়। ভারতের চিকিৎসক শুশ্রুতকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়ে থাকে।
৬. সফটওয়্যার রপ্তানিতে ভারত কততম?
ভারত সারা বিশ্বে সফটওয়্যার রপ্তানি করে থাকে কিন্তু আপনি কি জানেন সফটওয়্যার রপ্তানিতে কোন দেশ সবার উপরে? ভারত বিশ্বের সফটওয়্যার রপ্তানিতে প্রথম।
লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com