ব্রন কমানোর উপায় | সহজতম পদ্ধতি
ব্রণ কমাতে ব্যবহার করুন চা পাতা
অয়েলি স্কিনের যাদের, তাদের ব্রনের সমস্যা তো খুবই কমন। এই নেই তো এই আছে। কোন মতেই যেন একবারে যেতে চায় না।
ব্রন নিজে তো আসেই সাথে নিজের দাগ ছেড়ে যায়। সেই দাগ যেতে না যেতে আরেকজন হাজির।
স্কিন বেশি অয়েলি হওয়ার কারনে পোরস ও বড় হয়ে যায় এই হচ্ছে আরেক সমস্যা। তখন আর মেকাপ ও কাজে দেয় না।
আসুন আজ জেনে নিই কিভাবে আপনি চা পাতা দিয়ে ব্রণের সমাধান করবেনঃ
ব্রণ কমাতে প্রয়োজন সবুজ চা পাতা। যাকে আমরা গ্রীন টি বলি। যেকোন পাত্রে চা পাতা নিয়ে রোদে শুকিয়ে নিন।
তার পর গুড়ো করে নিন। হয়ে গেল আপনার প্রধান উপকরন তৈরি।
এখন মধু, টকদই, নিমের গুড়া, আলুর গুড়া,সজিনা গুড়া দিয়ে ব্যবহার করুন।
এতে আপনার ত্বকের তেল টা অনেকাংশে কমে যাবে। ব্রণের প্রবনতাও কমে যাবে। স্কিন টাইট থাকবে ফলে পোরস বড় হবে না।
এবার আসি উজ্জ্বলতা তে
যেকোন ফেইস প্যাক রেগুলার ব্যবহার করলে আপনার ত্বকে ময়লা বসতে দেয় না। আর উপরে যে উপকরণ গুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটি দাগ দূর করে এবং ভিতরের ডেড সেল গুলো তুলে ফেলে। ফলে ধীরে ধীরে আপনি আপনার সেই আগের দাগহীন উজ্জ্বল ত্বক ফিরে পাবেন।
টুইটার ফেসবুক