বিদ্যাসাগর খেলেন তেলাপোকা!
মনে আছে বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্রের কথা। যতই গুণী মানুষ হন না কেন তার জীবনেও ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা।
বিদ্যাসাগর তখন তার বাবা ও ভাইসহ কলকাতায় এক বাসায় থাকতেন। বাবা ও ভাইয়ের জন্য তার নিজরেই রান্না করতে হত। বাজার টাও নিজেই করতেন।
একবার বিদ্যাসাগরের ঘুম থেকেই উঠতে দেরী হয়ে যায়। আবার ১০ টায় কলেজ। খুব তাড়াহুরো করে রান্না করেন।
চন্দ্রের বাসাটা ছিল দুই তালা। নিচতালা স্যাতস্যাতে অন্ধকার। খাবার বাড়তে যাবেন সময় দেখলেন তরকারির হাড়িতে কি জানি একটা হাঁটছে।
আরও পড়ুন
একটু লক্ষ্য করাতেই বুঝলেন যে এটা তেলাপোকা। এমনিতেই সময় নেই। আবার এত গুলো মানুষের খাবার কি ফেলে দেওয়া যায়!
তাই তেলাপোকাকে চালান করে দিলেন নিজের মুখে।
আমাদের সামাজিক মাধ্যমগুলো টুইটার ফেসবুক