বচ্চন পান্ডে মুভিতে হট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

বচ্চন পান্ডে মুভিতে হট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

নতুন মুভি বচ্চন পান্ডেতে অভিনয় করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ

বচ্চন পান্ডে মুভিতে হট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউডের হট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনয় করবেন বচ্চন পান্ডে মুভিতে। এছাড়াও এই মুভিতে আরও আছেন অক্ষয় কুমার ও কৃতি শ্যানন। বচ্চন পান্ডে মুভির শুটিং শুরু হবে ২০২১ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ থেকে। বচ্চন পান্ডে মুভির নির্মাতা সাজিদ নাদিয়াদওয়াল জানিয়েছেন ছবিটির শুটিং শেষ হবে ২০২১ সালের মার্চের শেষের দিকে। তিনি এই ছবিটির প্রয়োজকও। জ্যাকুলিন ইতোমধ্যে বাচ্চন পান্ডে মুভিটিতে সাইন করেছেন। বচ্চন পান্ডে মুভিতে অভিনয়ের মাধ্যমে জ্যাকুলিন অষ্টম বারের মত কাজ করতে যাচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালের সাথে।

জ্যাকুলিন বলেন, হাউসফুল মুভিতে কাজ করার মধ্য দিয়ে সাজিদের  সাথে আমার পরিচয়।
আমি তখন বলিউডে একেবারেই নতুন মুখ। সেই থেকেই আমি আর ও খুবই ভালো বন্ধু।
আমার তাঁর সাথে কাজ করতে অনেক ভালো লাগে কারন সাজিদ নাদিয়াদ অনেক ফ্রেন্ডলি।

সে হচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা বোম আর আমি হচ্ছি আগুন।
আমি শুউর আমরা একসাথে আবার বোম আর আগুন মিলে এই মুভিতেও বিস্ফোরণ ঘটাবো।

জ্যাকুলিন আরও বলেন, বচ্চন পান্ডে মুভির কাজ মার্চে শেষ করে আমাকে আবার ভুত পুলিশ, সিরকাস এবং কিক টু মুভি নিয়ে ব্যাস্ত থাকতে হবে।

আমাদের সামাজিক মাধ্যমগুলো

টুইটার ফেসবুক


বচ্চন পান্ডে মুভিতে হট নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ

চাল কুমড়ার উপকারিতা

চাল কুমড়ার উপকারিতা ও গুনাগুন

নায়িকা পরীমনি এশিয়ার সেরাদের তালিকায়

নায়িকা পরীমনি এশিয়ার সেরাদের তালিকায়