পোড়ামন টু সিডনিতে

পোড়ামন টু সিডনিতে
পোড়ামন টু সিডনিতে

পোড়ামন টু সিডনিতে 
বাংলাদেশি ছবির প্রদর্শন অনেক আগেই শুরু হয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে! কিন্তু দেশি ছবিগুলোর প্রদর্শন হতো শুধুমাত্র বিদেশি বিভিন্ন থিয়েটারগুলোতে।
কিন্তু এইবারই প্রথম সিডনির ড্রাইভ ইন শোতে দেখনো হবে “পোড়ামন টু”।

ড্রাইভ ইন শো হচ্ছে বিশাল একটি মাঠে বড় পর্দায় ছবি দেখানো। ছবি প্রেমিরা দূরদূরান্ত থেকে গাড়ি করে এসে ছবি দেখে থাকেন।
অনেক দর্শক গাড়ির ভিতরে বসেই বিভিন্ন ধরনের ছবি উপভোগ করে থাকেন।

বাংলাদেশি তিন প্রবাসি এই প্রদর্শনীর আয়োজন করেছেন। তারা হলেনঃ আকাশ আহসান, ওয়াহেদ সিদ্দিকি এবং বাংলাদেশি চলচ্চিত্রকার দীপঙ্কর দীপন।
২০২০ সালের ৮ আগস্ট বাংলাদেশি সিনেমা পোড়ামন টু প্রদর্শিত হবে সিডনির ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডে।

আয়োজকরা তাদের এই প্রদর্শনীটি উৎসর্গ করেছেন, প্রয়াত নায়ক সালমান শাহকে।
প্রদর্শনীর শুরুতে সালমান শাহ অভিনিত কিছু গানও থাকতে পারে।

ইউরোপের বিভিন্ন সিনেমাগুলোই সাধারণত ড্রাইভ ইন শোতে দেখানো হয়। তাই ড্রাইভ ইন শো অনেক জনপ্রিয় ইউরোপের ছেলেমেয়েদের কাছে।
ইতোমধ্যেই সিডনির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নেওয়া হয়েছে এবং শুরু হয়ে গেছে টিকিট বিক্রিও।

রাইস ক্রিম কিভাবে ঘরে বানায় | রাইস ক্রিম কি আসলেও কাজ করে?

what is the main obstacles behind the growth of women

What Is The Main Obstacles Behind The Growth Of Women?