পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ | জানা অজানা তথ্য

পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ

আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০টি সুন্দর মসজিদ  নিয়ে। প্রতিদিন ৫ ওয়াক্ত সালাতের জন্য যে স্থানটি থেকে আযান দেওয়া হয় তাকেই মসজিদ বলা হয়ে থাকে। এই মসজিদ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। মসজিদ শব্দটির অর্থ হচ্ছে সেজদার স্থান। সেজদার মানে হচ্ছে মন থেকে সৃষ্টির সৃষ্টিকর্তাকে শ্রদ্ধার সাথে মাথা নত করা। মুসলিমরা এক আল্লাহ্‌ ছাড়া অন্য কার সামনে মাথা নত করে না। এ থেকেই বুঝা যায় মসজিদ কত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে নানা ধরনের সুন্দর সুন্দর স্থাপনার মধ্যে মসজিদও আছে। চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০টি মসজিদ  সম্পর্কে।

১০। সিঙ্গাপুরের সুলতান মসজিদ

এই মসজিদটির নির্মাণ সময় ১৮২৪ – ১৮২৬ সাল। সুলতান মসজিদ  হচ্ছে সিঙ্গাপুরের কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদটির অনেক খ্যাতি আছে এর সৌন্দর্যের জন্য।সিঙ্গাপুরের প্রায় সব মুসলিম এই সুলতান মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করেন বিশেষত জুম্মার দিনে।

পৃথিবীর সবচেয়ে বড় মাটির মসজিদ নাম গ্র্যান্ড মস্ক অব ডিজেনি | The Great Mosque of Djenné – Jana Ojana

 

০৯। পাকিস্তানের বাদশাহি মসজিদ

বাদশাহি মসজিদ পাকিস্তানের লাহোরের কেন্দ্রীয় মসজিদ হিসেবে খ্যাত এবং এটি পুরো পাকিস্তানের রাজকীয় একটি মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন সম্রাট আওরঙ্গজেব ১৬৭১ সালে।
এই মসজিদটি এশিয়ার ৫ম বৃহত্তম ও পাকিস্তানের ২য় বৃহত্তম মসজিদ।

০৮। ভারতের তাজ উল মসজিদ

এই মসজিদটি এশিয়ার সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি মসজিদ।মসজিদটির অবস্থান ভারতের ভুপালে।
তাজ উল মসজিদটি  শুধু নামাজের জন্যই বিখ্যাত নয় এখানে ইসলাম নিয়ে গবেষণাও করা হয়।

০৭। পাকিস্তানের ফয়সাল মসজিদ

এই মসজিদটির আকার আয়তন বিশাল যা পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম বড় মসজিদের তকমা পেয়েছে।
এই মসজিদটি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত এবং এর নামকরণ করা হয়েছে সাবেক সৌদির বাদশাহ ফয়সালের নামানুসারে।

০৬। মালয়েশিয়ার জহির মসজিদ

এটি মালয়েশিয়ার অনেক পুরনো ও ঐতিহ্যবাহী একটি মসজিদ। জহির মসজিদটি নির্মিত হয় ১৯১২ সালে। এটি মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অবস্থিত।
ইতিহাস থেকে জানা যায় এটি টিংকু মাহমুদ যিনি তাজ উদ্দিন মুকারম শাহের সন্তান বানিয়েছিলেন।

০৫। ব্রুনাইয়ের সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ

 ব্রুনাইয়ের কেন্দ্রীয় মসজিদ হচ্ছে এটি। সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদটি নির্মাণ হয় ১৯৬৮ সালে। এশিয়ার মধ্যে এটি সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে ধারনা করা হয়।

০৪। মরক্কোর গ্রান্ড মসজিদে হাসান

এটি পৃথিবীর সপ্তম বৃহত্তম মসজিদ আর সুন্দরের মাপকাঠিতে ৪র্থ সুন্দর মসজিদ হচ্ছে গ্রান্ড মসজিদে হাসান। এই মসজিদটি মরক্কোর কাসাব্লাংকাতে অবস্থিত।

০৩। ফিলিস্তিনের মসজিদে আল আকসা

ফিলিস্তিনিরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত কিন্তু তাঁদের দখলেই আছে পৃথিবীর মধ্যে তৃতীয় সুন্দর মসজিদ। মসজিদে আল আকসা  মুসলমানদের প্রথম কিবলা।
এটি জেরুজালেমে অবস্থিত। মসজিদে আল আকসার আর একটি নাম হচ্ছে বায়তুল মোকাদ্দাস।
মুসলমানদের প্রিয় নবি মুহাম্মদ সাঃ এই মসজিদের আঙ্গিনা থেকেই মিরাজে গিয়েছিলেন।

০২। সৌদি আরবের মসজিদে নববী

হযরত মুহাম্মদ সাঃ ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু।
এই মসজিদটি নির্মাণ করেছিলেন নবী হযরত মুহাম্মদ সাঃ নিজে।
আর তাই এই মসজিদটির নাম মসজিদে নববী
এই মসজিদটি হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সুন্দর ও দ্বিতীয় বড় মসজিদ।

এই অসাধারন সুন্দর মসজিদটি সৌদি আরবের মদিনাতে অবস্থিত এবং ১৮৩৭ সালে এই মসজিদটির গম্বুজে প্রথমবারের মত এর রং করা হয় সবুজ।

০১। সৌদি আরবের মসজিদ উল হারাম

সারা পৃথিবীর সবচাইতে বড় ও সবচেয়ে সুন্দর হচ্ছে মসজিদ উল হারাম
এটি সৌদি আরবের মক্কায় অবস্থিত। ৪৫ থেকে ৫০ লাখ মুসলিম একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। আর এতেই বুঝা যায় মসজিদ উল হারামের বিশালতা।

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com

আমাদের সামাজিক মাধ্যমগুলো

টুইটার ফেসবুক


 

রাতে কি শাক খাওয়া যায়

রাতে কি শাক খাওয়া যায় | জানা অজানা তথ্য

থাইরয়েডের সমস্যা থেকে মুক্তির উপায়

থাইরয়েডের সমস্যা থেকে মুক্তির উপায়