নরমাল ডেলিভারির সুবিধা এবং নরমাল ডেলিভারি কেন?
নরমাল ডেলিভারির সুবিধা, নরমাল ডেলিভারি কিভাবে হয়, কিভাবে ডেলিভারি করানো হয়, কিভাবে ডেলিভারি হয় দেখান, কিভাবে বাচ্চা ডেলিভারি হয়, কিভাবে সিজার ডেলিভারি হয়, কিভাবে বাচ্চা ডেলিভারি হয় দেখান, মানুষের কিভাবে ডেলিভারি হয়, ডেলিভারি কিভাবে হয় দেখুন, কিভাবে ডেলিভারি করা হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা শুনে থাকি। আজ আমরা ডেলিভারি সংক্রান্ত এমন ৮টি সাধারন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।
১. ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি কি?
উত্তরঃ ব্যথামুক্ত নরমাল ডেলিভারির অর্থ হচ্ছে আমাদের শরীরের যে নার্ভগুলো ব্যথার অনুভূতি সৃষ্টি করে সেই নার্ভগুলোকে মেডিসিনের মাধ্যমে অবশ করে ফেলা হয়। এতে বাচ্চার মায়ের নরমাল ডেলিভারির সময় ব্যাথা বা কষ্ট কম হয়। এতে অবশ্য আতংকিত হবার কিছু নেই। কারন ব্যাথার নার্ভগুলো বাদে শরীরের অন্যান্য নার্ভগুলো ঠিকই সচল থাকে তাই মায়েরা হাঁটাচলা করতে পারে। যে প্রকিয়ার মাধ্যমে ব্যাথার নার্ভগুলোকে অবশ করা হয় তাকে এপিডুরাল এনালজেসিয়া বলা হয়।
২. নরমাল ডেলিভারি কখন এবং কিভাবে করা হয়?
উত্তরঃ নরমাল ডেলিভারি করানোর পর্যায় হচ্ছে ৩টি।
১. বাচ্চা প্রসবের সময় জরায়ুর মুখ ১০ সেমি পর্যন্ত খোলাকে প্রথম পর্যায় বলে।
২. জরায়ুর মুখ ১০ সেমি খোলা থেকে শুরু করে বাচ্চা প্রসব পর্যন্ত সময়কে দ্বিতীয় পর্যায় বলে।
৩. গর্ভফুল ডেলিভারিকে তৃতীয় পর্যায় বলে।
বাচ্চা প্রসবের প্রথম পর্যায়ে ৪-৫ সেমি পর্যন্ত জরায়ুর মুখ খুলে এবং ঐসময় প্রচণ্ড ব্যাথা অনুভুত হয়। এই ব্যাথা কমানোর জন্য ডাক্তাররা রোগীর ব্যাথার স্নায়ুগুলোকে অবশ করে দেন।
৩. নরমাল ডেলিভারির সুবিধাগুলো কী কী?
উত্তরঃ বাংলাদেশে প্রথমদিকে রোগীরা নরমাল ডেলিভারি করতে চাইতো না করন প্রচণ্ড ব্যাথা অনুভুত হয়। কিন্তু আজকাল ব্যাথা মুক্ত নরমাল ডেলিভারি হরহামেশাই হচ্ছে।
নরমাল ডেলিভারির সুবিধাঃ
১. নরমাল ডেলিভারির ফলে মায়েরা অনেক জটিল রোগ থেকে মুক্তি পেয়ে থাকেন।
২. সিজারে বাচ্চা ডেলিভারির কারনে বাচ্চা এবং মা দুইজনই মৃত্যুর খুবই নিকটে থাকেন।
৩. নরমাল ডেলিভারির জন্য ব্লিডিং অনেক কম হয় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
৪. সিজারে বাচ্চা হলে পেটের ভিতরের অঙ্গের প্রবলেম হয়।
৫. সিজারে বাচ্চা হলে মায়েদের দুই থেকে তিন মাসের মত সময় লেগে যায় স্বাভাবিক হতে অপরপক্ষে নরমাল ডেলিভারি হলে মায়েরা খুবই দ্রুত সেরে উঠেন এবং কোন ধরনের সমস্যায় ভোগেন না।
৬. নরমাল ডেলিভারির কারনে বাচ্চা শ্বাসকষ্ট ও এলারজি জনিত রোগ থেকে সারাজীবন মুক্ত থাকে।
৪. নরমাল ডেলিভারির অসুবিধাগুলো কী কী?
উত্তরঃ নরমাল ডেলিভারির অসুবিধা তেমন নেই। শুধুমাত্র প্রসবের দ্বিতীয় পর্যায়ে মায়েরা জোরে পুশ বা চাপ দিতে পারেন না তাই সময় একটু বেশি লাগে। তবে নরমাল ডেলিভারির বাচ্চা শ্বাসকষ্ট জনিত রোগ থেকে মুক্ত থাকে।
আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com