টোনার কি!
টোনার এর প্রচলন শুরু হল গত বছর থেকে। তাও ব্যাপক ভাবে।
আমি জানতাম ও না টোনার কি। কারন আমরা বাঙালিরা একটা ক্রিম এক বছরের শেষ করতে পারিনা।
আবার নতুন করে টেনার! আমার কাছে ইউজলেস মনে হল।
যেহেতু আমি স্টুডেন্ট তাই এত ভ্যারাইটির টোনার আমার কিনা সম্ভব নাহ।
কিন্তু মজার ব্যাপার কি জানেন! টোনার স্কিন কেয়ার এর জন্য খুব ই গুরুত্বপূর্ণ একটা ধাপ। টোনার ছাড়া আপনার স্কিন কেয়ার রুটিন অসম্পূর্ণ।
আমি আমার পুরো স্কিন কেয়ার রুটিন টি শেয়ার করব আজকে যেটা আমি প্রতিদিন করার চেষ্টা করি।]
একটা ভাল ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেই। সপ্তাহে তিন দিন এক্সফলিয়েটর ব্যবহার করি৷ যাতে স্কিনের মরা চামড়াগুলো উঠে যায়। এবং ভিতর থাকা ময়লা গুলোও বেড়িয়ে যায়। তারপর একটা টেনার ইউজ করি যেটা আমি নিজেই বানাই। টোনার আমার স্কিনে একটা গ্লোয়িং লুক দেয়। এবং ভিতরে আর কোন ময়লা থাকলে তা ক্লিন করে এবং ময়েশ্চারাইজিং এর ও কাজ করে।
স্কিন ভেদে টেনার পাওয়া যায়। আগে জানুন আপনার স্কিন কি রকম। তারপর টোনার বাছাই করুন।
বাইরের কেমিকেল এর টোনার না ব্যবহার করে নিজে বানিয়ে ব্যবহার করুন।
ওয়েলি স্কিনের জন্য টোনার কিভাবে বানাবেন তা নিচের লিংকে দেওয়া হলঃ