চুল ঘন করার ঘরোয়া পদ্ধতি | ৪টি উপায়

চুল ঘন করার ঘরোয়া পদ্ধতি
চুল ঘন করার ঘরোয়া পদ্ধতি

চুল ঘন করার ঘরোয়া পদ্ধতি ও মোটা করার ৪ টি উপায়

একসময়কার কেশবতি আপনি, এখন কিনা চুলে বেনী করলে টাক দেখা যায়। এই অনূভুতিটা যাদের চুলের এমন বেহাল অবস্থা তারাই বুঝবে।
কিন্তু একটু যত্ন আপনার চুলকে আবার নতুন করে গড়তে সাহায্য করে তুলবে। তবে তেলে পাঁচমিশালী উপাদান না দিয়ে যেকোন একটা উপাদান দিয়ে তেল বানানো অনেক ভাল।

অয়েল মাসাজঃ চুল ঘন করার ঘরোয়া পদ্ধতি

সপ্তাহে অন্তত তিন দিন রাতে হট অয়েল মাসাজ করুন। এতটুকুই গরম করবেন যতটুকুতে আপনি আপনার এক আংগুল ডুবিয়ে রাখতে পারবেন।
এতে আপনার মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে নতুন চুল উঠা শুরু করবে।

অ্যালোভেরার তেলঃ

অ্যালোভেরা চুলকে নতুন করে গজাতে সাহায্য করে আবার পাতলা চুলকে মোটা করে।
এই জন্য এই সহজলভ্য পাতাটির এর চাহিদা। দামেও কম৷ তাই প্রতিদিনকার ব্যবহারে তেমন একটা টাকা গুনতে হয় না।


একটি অ্যালেভেরা পাতাকে কেটে ছোট ছোট টুকরা করে নিন। তারপর এটা ২৫০ গ্রাম নারিকেল তেলের সাথে চুলায় অল্প আচে
বসিয়ে নাড়তে থাকুন এতে অ্যালোভেরার রস টা তেলের সাথে মিশে যাবে।তারপর এটাকে সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন ব্যবহার করুন৷

জবা তেলঃ

একদম ইনস্ট্যান্ট চুল পড়া বন্ধ করতে জবা ফুলের কোন জুড়ি নেই। এটা যমন চুল পড়া বন্ধ করে তেমনি পাতলা চুলকে মোটা করে,নতুন চুল গজায়।
এই জবা ফুলকে দুই ভাবে ব্যবহার করতে পারেন।বেটে বা তেলে দিয়ে।
জাবা ফুল ৫-৬ টা মেহেদী পাতার সাথে বেটে ব্যবহার করলে দারুন ভাবে কাজ করে। আবার তেলে দিয়ে ব্যবহার করলেও এর কার্যকারিতা একটুও কমে না।

আদার তেলঃ

আদা চুল পড়া কমাতে খুব অসাধারণ ভাবে কাজ করে। তাই ১ টি আদা কে কেটে ছোট ছোট টুকরা করে নিন।একটু ছেচে ২৫০ গ্রাম নারিকেল তেলে দিয়ে ১০-১৫ মিনিট ভেজে নিন। তৈরি হয়ে যাবে আদার তেল।
এইভাবে আপনি রসুনের তেল ও তৈরি করে নিতে পারেন৷

আমলকীর তেলঃ

আদিম কাল থেকেই আমলকী খাওয়া ও চুলে দেওয়ার ক্ষেত্রে দারুন উপকারীতা দিয়ে আসছে।

আমাদের সামাজিক মাধ্যমগুলোঃ

টুইটার ফেসবুক
মেসি সম্পর্কে অজানা তথ্য

মেসি সম্পর্কে অজানা কিছু তথ্য | ১৮৯টি দেশে ৯৮৪৭টি স্কুল তৈরি করেছেন

মাছ চেনার উপায়

মাছ চেনার উপায় | মাছে ফরমালিন আছে কিনা তা চেনার উপায়