চুলের যত্ন কিভাবে নিতে হয়, সঠিক উপায়

চুলের যত্ন কিভাবে নিতে হয়
আলু দিয়ে চুলের যত্ন

চুলের যত্ন কিভাবে নিতে হয়

আসুন জেনে নেই আলু ব্যবহারের মাধ্যমে কিভাবে চুলের যত্ন কিভাবে নিতে হয়

কি খুব অবাক হচ্ছেন? এতদিন জেনেছেন আলু দিয়ে ত্বকের যত্ন এখন কিনা চুলের যত্নেও আলু ব্যবহার করা যায়?
জ্বী যায়। তাই আপনাকে শুধু ধৈর্য ধরে নিয়মিত বয়বহার করতে হবে। আলু খুবই সহজলভ্য তাই আলু দিয়ে চুলের যত্ন করাই যায়। আলু দিয়ে চুলের যত্ন নিয়ে দেখুন চুল কতটা স্লিকি ও শাইনি হয়েছে। এর ফলে চুল পড়াও বন্ধ হবে।

কিভাবে ব্যবহার করবেনঃ

চুলের প্রোটিন দরকার হয়। আলুর রসে স্টার্চ আর প্রোটিন দুটিই রয়েছে। আর শুধু বাঙালী নয় সব দেশেই আলু মুখ এ চুলের যত্নের জন্য বিখ্যাত। তাই চুল পড়া কমাতে ব্যবহার করুন আলুর হেয়ার প্যাক।


প্রণালীঃ

আলুর রস, মধু আর ডিমের সাদা অংশ আপনার চুলের জন্য যতটুকু দরকার নিয়ে নিন।
সাথে যেকোন ধরনের তেল ব্যবহার করতে পারেন। তারপর মাথার স্ক্যল্পে ভাল করে দিন সাথে বাকি চুলেও।
আধা ঘন্টা রেখে শুকানোর পর ভাল করে শ্যম্পর করে নিন। মাঝে মাঝে ডিমের কুসুম ও ব্যবহার করতে পারেন।
কিন্তু কুসুম ব্যবহারে অনেকের মাথায় খুসকি হয়ে যায় তাই না দুই একবার দিয়ে দেখতে পারেন।

আমাদের সামাজিক মাধ্যমগুলো

টুইটার ফেসবুক

 

আপেল সিডার ভিনেগার ঘরে তৈরি

আপেল সিডার ভিনেগার ঘরে তৈরি | অর্গানিক

চুল কিভাবে দ্রুত লম্বা করা যায়

চুল কিভাবে দ্রুত লম্বা করা যায়