কুমির দুই পায়ে হাঁটত
এখন আমরা যেই কুমিরকে চার পায়ে হাটতে দেখি সেই কুমিরেরই কয়েকটা প্রজাতি ছিল প্রাচীনকালে। সেগুলো দুই পায়ে হাঁটত।
দক্ষিন কোরিয়ায় সংরক্ষিত এমন কয়েকটি কুমিরের জীবাশ্ম নিয়ে গবেষণা করে এমন তথ্যই দিয়েছেন চিন, অস্ট্রেলিয়া ও আমেরিকার বিজ্ঞানীরা।
এই কুমিরগুলোর পায়ের ছাপ প্রায় ১৯ থেকে ২৫ মিটার পর্যন্ত লম্বা। এই কুমিরগুলো লম্বায় প্রায় ১০ ফুটের মত।
এই কুমিরগুলো ১৫০ মিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবীতে ছিল। যারা বর্তমান কুমিরগুলোর পূর্বপুরুষ।
বিজ্ঞানীরা বলেছেন, ডাইনোসররা যেভাবে হাঁটত এই কুমিরগুলোও সেইভাবেই হাঁটত। কিন্তু এই কুমিরগুলোর পায়ের ছাপ ডাইনোসরের পায়ের ছাপের মত নয়।
লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com