কুকুর সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে চমকে দিবে

কুকুর সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে চমকে দিবে

কুকুর, এই প্রানিটির সাথে আমরা সবাই পরিচিত। কুকুরকে প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার জন্য। এখন পর্যন্ত কুকুরের মত প্রভু ভক্ত প্রানি আর পাওয়া যায়নি। মালিক যদি মারা যায় তাঁর কবরের পাশে শুয়ে শুয়ে কাঁদা বা নিখোঁজ মনিবকে খুজে বের করার মত ঘটনা আমরা জানি। কুকুর নামক এই প্রানিটির কিছু অজানা তথ্য আছে যা জানলে আপনি চমকে যেতে পারেন। আসুন জেনে নেই কুকুর সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে চমকে দিবে।

কুকুর সম্পর্কে কিছু তথ্য

১. এখন থেকে প্রায় ৩০ হাজার বছর আগে থেকেই মানুষ কুকুরকে পোষা প্রানি হিসেবে ব্যবহার করে আসছে।

২. কুকুর আর নেকড়ে বাঘের ডিএনএ ৯৯.৯ পারসেন্ট মিলে যাওয়ায় বিজ্ঞানীরা ধারনা করছেন কুকুর নেকড়ে বাঘের পূর্ব পুরুষ ছিল।

৩. আপনি শুনলে অবাক হবেন ম্যাগি নামক একটি কুকুর ৩০ বছর পর্যন্ত বেঁচে ছিল। এই ম্যাগি নামক কুকুরটি বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। এই কুকুরটি অস্ট্রেলিয়ায় জন্ম নেয়। এবং সে ১৯৮৬ থেকে ২০১৬ পর্যন্ত বেঁচে ছিল।

৪. আপনি কি জানেন কুকুরের রক্তের গ্রুপ ১৩ প্রকার, যেখানে মানুষের রক্ত ৪ প্রকার।

৫. একটি কুকুরের বাচ্চা প্রায় ১৬০টির মত শব্দ বুঝতে পারে।

৬. আমরা মহাকাশে অনেক প্রানি পাঠাই কিন্তু আপনি কি জানেন কুকুর ছিল মহাকাশের প্রথম পৃথিবীর প্রানি। সেই কুকুরটির নাম ছিল লাইকা। রাশিয়া ১৯৫৭ সালে প্রথম লাইকা নামক কুকুরকে মহাকাশে পাঠায়।

৭. মানুষের মত কুকুরও কিছু ঘামায় কিন্তু তাঁদের ঘাম বের হয় শুধুমাত্র নাক ও থাবা দিয়ে।

৮. ৬০ ভাগ কুকুর ক্যান্সারে মারা যায় ৯ বছর অতিক্রম করার আগেই।

৯. একটি কুকুরের ঘ্রান শক্তি মানুষের ঘ্রান শক্তির চাইতে দশ হাজার গুন বেশি হয়ে থাকে।

১০. আপনি কি জানেন কুকুরকে পড়াশুনা ও কথা বলার জন্য চেষ্টা করেছিল হিটলারের বাহিনী? কিন্তু হিটলার মারা যাওয়ায় সেই প্রজেক্ট আর আলোর মুখ দেখি নি।

১১. প্রায় ৩০ হাজারের মত কুকুরকে হত্যা করা হয়ে থাকে চিনে, শুধুমাত্র তাঁদের মাংস ও চামড়ার জন্য।

১২. আপনার পালিত কুকুর যদি ডানে হেলে যায় বুঝে নিবেন সে অনেক খুশি কিন্তু কুকুর যদি বা দিকে হেলে যায় বুঝে নিবেন সে খুশি না।

১৩. কুকুর যদি কখন আপনার কাছে এসে লেজ নাড়ায় ভয় পাবেন না, সে আপনাকে কামড়াবে না। সে লেজ নাড়াচ্ছে আপনার কাছ থেকে কিছু খাবারের আশায়।

১৪. অবাক করা বিষয় হচ্ছে কুকুর মানুষের মতই স্বপ্ন দেখে।

১৫. কুকুরকে কখনো চকলেট খাওয়াবেন না। কারন চকলেট ও কোকোতে যেই উপাদান আছে তা মানুষের পক্ষে হজম করা সম্ভব কুকুর তা হজম করতে পারে না। ফলে তাঁর মৃত্যু নিশ্চিত।

১৬. আমেরিকা কুকুর পোষাতে বিশ্বে প্রথম। প্রায় ৯ কোটি আমেরিকান কুকুর পোষে থাকেন।

১৭. কুকুর চুম্বকীয় ক্ষেত্রের উত্তর ও দক্ষিন দিন বরাবর পায়খানা বা পেশাব করতে সাচ্ছ্যন্দবোদ করে। এই ব্যাপারটি কখনো খেয়াল করেছেন? বলতে গেলে এটি একটি বিস্ময়ের ব্যপার।

একটি কথা সত্য যে, কুকুর যেই ঘরে থাকে সেই ঘরে দেব দেবী বা ইসলাম ধর্ম মতে ফেরেশতা আসে না।

কিন্তু তাই বলে কুকুরকে হত্যা করা কোন ধর্মেই তা সমর্থন করে না। ইসলাম ধর্মে আছে, পিপাসায় কাতর এক কুকুর কে  জেনাকারি  একজন মহিলা পানি পান করানোর জন্য় আল্লাহ্‌তালা তাকে জান্নাত দিয়েছেন। কিন্তু ইসলাম ধর্মে জেনা কারি পুরুষ মহিলা দুইজনই জাহান্নামি। তাই আসুন সমাজ, দেশ ও পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করার স্বার্থে আমরা এই প্রাণীটির প্রতি অবিচার না করি।

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com

আমাদের সামাজিক মাধ্যমগুলো

টুইটার ফেসবুক



কুকুর সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে চমকে দিবে

কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করব

কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করব

কুমির দুই পায়ে হাঁটত

কুমির দুই পায়ে হাঁটত | Jana Ojana Khobor