কান চুলকানোর কারন কি

কান চুলকানোর কারন কি
কান চুলকানোর কারন কি

প্রায়ই যারা কান চুলকিয়ে থাকেন তারা বেশ অস্বস্তিকর অবস্থায় পরেন।
অনেকেই এত পরিমাণে কান চুলকান যে, চুলকাতে চুলকাতে দাগ বসিয়ে ফেলেন। আবার অনেকেই কটন বাড ব্যবহার করেন।
এতে করে আপনার কানের উপকারের চেয়ে অপকারটাই সবচেয়ে বেশি। কটন বাড ব্যবহারের কারনে আপনার কানের নালি প্রচণ্ড
ক্ষতিগ্রস্থ হয়। এখন কথা হচ্ছে আমাদের কান কেন চুলকায়? আসুন এ সম্পর্কে জেনে নেই এবং খুব সহজেই কান চুলকানোর সমস্যা থেকে মুক্তি পাই।

কান কেন চুলকায়?

মূলত কানে কিছু ঢোকানোর কারনেই কান চুলকিয়ে থাকে। যেমন__কটন বাড, মেচের কাঠি, কলমের ক্যাপ ইত্যাদি। চেষ্টা করুন কান না চুলকাতে অন্যথায় অতি দ্রুত কানে কম শুনতে পাবেন।
আবার, অতিরিক্ত পানিতে ধাপাধাপি, সাতার কাটা, গোসল, কসমেটিকস ব্যবহার ইত্যাদি কারনেও কান চুলকিয়ে থাকতে পারে।

কানে কি প্রদাহ সৃষ্টি হয় বলেই কান চুলকায়?

হ্যা, কানে বেশি খোঁচাখুঁচি করলেই কান প্রতিদিন চুলকাতে ইচ্ছে করে। তাই চুলকানি হালকা বা বেশি যাই হোক কান চুলকানো থেকে বিরত থাকুন।
কান যারা বেশি চুলকান তাদের নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে।

  • ঝিমুনি ভাব দেখা দিবে
  • কানে কম শোনতে পাবেন
  • কান থেকে রক্তের মত তরল জাতীয় পদার্থ বের হবে
  • প্রায়ই আপনার কান ব্যথ্যা করবে
  • কানের নালিতে লালচে ভাব দেখা দিবে
  • কানের নালিতে খসখসে একধরনের আবরণ তৈরি হবে
  • আপনার কানের চিকচিকে ভাব খুব দ্রুতই শুস্ক হয়ে যাবে

তাই কান চুলকানো থেকে বিরত থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে কান পরিষ্কার করুন। কান চুলকানো থেকে বিরত থাকলে
আশা করা যায় কানের কোন ধরনের সমস্যা হবে না।

গ্যাসের সমস্যা

গ্যাসের সমস্যা দূর করার উপায় কি

রাতে না ঘুমালে কি ক্ষতি হয়

রাতে না ঘুমালে কি ক্ষতি হয়?