বন্ধু আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া উচিত কিন্তু কেন?

আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া
আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া

আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া – 

শুরুতেই বলে নেই এই লেখাটি আমার এক বন্ধুকে উদ্দেশ্য করে লিখা। কারো ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আর কোন পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। মরা আছি তোর সাথে, তুই একটা মানুষ যে আসলেও অনেক ভালো মনের। এখন খালি বাকি তোর খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করা। তাইলেই তোর সব কিছুতে সাফল্য নিশ্চিত, ইনশাআল্লাহ। আমার কেন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের অনেক দ্রুতই এই জিনিসটা থেকে মন উঠিয়ে নিবেন।

আমাদের লাইফে না পাওয়া জিনিসগুলোকে কষ্টের মাধ্যমে হালালভাবে অর্জন করাবেন এবং মহান আল্লাহ আমাদের মাঝে স্বার্থহীন সম্পর্ক সৃষ্টির মাধ্যমে অনেক দূর নিয়ে যাবেন (ইনশাআল্লাহ)। তবে হ্যা, সাফল্য অর্জন করতে হলে যেমন অনেক কিছু বিসর্জন দিতে হয় ঠিক তেমনি আমাদেরও বিসর্জন দিতে হবে। আমার বিশ্বাস মহা শক্তিধর আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন।

আল্লাহ হচ্ছেন শক্তির আধার

কারন, আল্লাহ সুবহানাল্লাহু তা’লা হচ্ছেন শক্তির আধার। খারাপ জিনিসগুলো নিশ্চয়ই আমার রব থেকে শক্তিধর নয়; যে আমরা হেরে যাব। মহান আল্লাহ তাঁর করুনায় – উনার শক্তির নূন্যতম থেকে নূন্যতম – একদম সূক্ষ্ম বিন্দুর নুন্যতম থেকে নূন্যতম শক্তি ব্যয় করে এই খারাপ জিনিসটার উপর আমাদের বিজয় দান করবেন (ইনশাআল্লাহ)।

কারন, আমাদের প্রভু মহা এবং মহাহাহা…… করুনাময় ও অতিশয় দয়ালু।

তিনি মহা পরিকল্পনাকারী, তিনি উত্তম বিচারক, তিনি ক্ষমাকারীর ক্ষমাকারী, তাঁর কোন প্রশংসার দরকার হয় না তিনি নিজেই প্রশংসিত।

এই আসমান দুনিয়ার মধ্যবর্তীস্থানে যা-কিছু আছে অথবা যা যা তিনি সৃষ্টি করে রেখেছেন বা সৃষ্টি করবেন সবকিছুর বাড়িওয়ালা/মালিক/কর্তা/কর্তৃত্বশালী/প্রভু – এই মহা ক্ষমতাধর প্রতাপশালী সৃষ্টিকর্তাকেই মানায় অহংকার দেখাতে।

আর অহংকার আমাদের প্রভুর চাঁদর, যা তিনি আমাদের জানিয়ে দিয়েছেন মহাপবিত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে।

তিনি আল্লাহ বলেছেন, তোমরা অহংকারী হইওনা বা তা প্রদর্শনও করিও না।

কারন, এই অহংকার হচ্ছে আমার চাদর।

তোমরা আমার হ্যাঁ শুধুই আমার এই চাদর নিয়ে টানাটানি করোনা।

কারন তোমাদের তা মানায় না।

আমার এই পোষাক নিয়ে তোমরা টানাটানি করলে আমি খুবই, খুবই এবং খুবই রাগান্বিত হই।

যদিও আমি আল্লাহ পরম দয়ালু ও করুণাময়।

এতো এতো গুন যে মালিকের তিনি সত্যিকার অর্থে চাননা আমরা কোন খারাপ বা অবৈধ বস্তুর কাছে হেরে যাই। তিনি চান না আমরা জাহান্নামি হই। তিনি আমাদের নিজে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। শুধু কি যত্ন করেই বানিয়ে ক্ষান্ত হয়েছেন? না বন্ধু, আমাদের দয়ালু মালিক তাঁর পবিত্র গুনাগুনের মহা-মহা, বিশাল-বিশাল ভান্ডার থেকে কিছু নূন্যতম গুন আমাদের দিয়ে অনেক ভালোবাসা, মায়া, মমতা দিয়ে বানিয়েছেন।

দয়ার সাগর রাব্বুল-আলামীন ঘোষণা দিয়েছেন

দয়ার সাগর রাব্বুল-আলামীন ঘোষণা দিয়েছেন যে “এখন পর্যন্ত আমি আল্লাহ আমার সৃষ্টির মধ্যে যা যা সৃষ্টি করেছি সেগুলোর মধ্যে শুধুমাত্র এবং কেবলই শুধুমাত্র মানুষই হচ্ছে “আশরাফুল মাখলুকাত বা আমার সৃষ্টির সেরা”। কতো মহান আমাদের রব, আবার দয়াময় বলেও দিয়েছেন (অনেকটা প্রশ্নপত্র ফাসের মত) আল্লাহর এই গুনগুলো কোথায় ব্যবহার করবে আর কোথায় করবেনা। কারন দয়ালু আল্লাহ উনার এমন কিছু গুন আমাদের দিয়েছেন যার মালিক শুধু তিনি। যেহেতু তিনি আমাদের অনেক মায়া, মমতা, ভালোবাসা, আদর, স্নেহ, করুনা, দয়া ইত্যাদি দিয়ে বানিয়েছেন, তাই আমাদের রব অনেক আশা নিয়ে দেখতে চান যে বিশেষ গুন ও মুক্ত বা স্বাধিন চিন্তাশক্তি দিয়ে বানানো তাঁর সৃষ্টির এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তাঁর কথা শুনে কিনা, তাঁর মমতা ও ভালোবাসার কদর করে কিনা।

আল্লাহর সমস্ত গুনের কসম

দোস্ত, আমাদের মহান আল্লাহর সমস্ত গুনের কসম – সৃষ্টিকর্তা আল্লাহ তাঁর বিশেষ সৃষ্টি মানুষকে এতোটাই ভালোবাসেন যে তিনি চান না, তাঁর সৃষ্টির একটা মানুষও যাতে জাহান্নামে যাক। তাই তিনি বলেছেন আমি ক্ষমা করতে ভালোবাসি, বিপদ আপদ থেকে উদ্ধার করতে ভালোবাসি মোট কথা আমি আল্লাহ তোমাদের জাহান্নামের ভয়াবহ আজাব থেকে উদ্ধার করতে ভালোবাসি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও। সুতরাং আমাদের উচিত হবে না, দয়াময় আল্লাহ্‌র করুণা, ক্ষমা ও তাঁর দয়া থেকে নিরাশ হওয়া। ভুল কাজ করব আবার মাফ চাইব, আবার ভুল করব আবার মাফ চাইব। এইভাবে সারাজীবন চাইতেই থাকব। কারন উনি এটা পছন্দ করেন। তাই, হতাশ হওয়া যাবে না। কারন হতাশা শয়তানের কাজ। আর ক্ষমা চাওয়া মানুষের কাজ। আদম (আঃ) ক্ষমা চেয়েছিলেন তাঁর বিবি হাওয়া (আঃ) কে সাথে নিয়ে। কিন্তু শয়তান ভুল কাজ করে হতাশ হয়ে গিয়েছিল। তার অহংকারের জন্য সে ক্ষমা চায় নাই।

তাই মানুষ হিসেবে আমরা ভুল করবই। মানুষের কাজ ক্ষমা চাওয়া আর শয়তানের কাজ হতাশ হওয়া।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন কি চান সব দেওয়া হবেঃ Telegram Group.

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com

আমাদের সামাজিক মাধ্যমগুলো

টুইটার ফেসবুক


অভিনেত্রী এ্যানি খান

অভিনেত্রী এ্যানি খান এর অভিনয় ছেড়ে দেওয়ার রহস্য

নারী নিয়ে উক্তি

নারী নিয়ে উক্তি | একজন নারীর স্বপ্ন ভাঙ্গার পেছনে কে দায়ী?