আদর্শ স্বামী স্ত্রী
একটি মেয়ের যখন বিয়ে হয়, আপন সবাইকে ছেড়ে নতুন এক বাড়িতে গিয়ে উঠে। যেখানে স্বামী থাকে তার বন্ধু আর শ্বশুর শ্বাশুড়ি নতুন বাবা মা। কিন্তু সেখানে খাপ খাওয়াতে বেশি সময় লাগে না যদি তার স্বামীর এই গুন গুলো থাকে। আদর্শ স্বামী স্ত্রী
১. দৃঢ় মানষিকতার পুরুষঃ আদর্শ স্বামী স্ত্রী
এই ধরনের পুরুষেরা যতই কঠিন পরিস্থিতিই থাকুক না কেন আশে পাশের মানুষকে সবসময় অন্যকে সাহস যোগায়। যেকোন বিপদে ভেঙে না পড়ে সকলের মাঝে সাহস ও মনোবল যোগান। স্ত্রীকে সাহস ও প্রেরনা দেন৷ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহন করেন।
২. হাসিখুশি পুরুষঃ
যত ঝড় ঝাপটা বা মন খারাপ ই হোক না কেন এইসব পুরুষেরা হাসতে ভুলেন না। তাদের কাছে মন খারাপ বা বিপদ কোন ব্যাপার না। তিনি জানেন যে তিনি এগুলো ঠিক করতে পারবেন। প্রথম পরিচয়ে তাদেরকে সিরিয়াস নামনে হলেও নিজের জীবন নিয়ে বাস্তবে খুব বেশিই সিরিয়াস।
কারন নিজের মত জীবন গড়ে হাসিখুশিভাবে জীবন পার করতে চান। এই ধরনের মানুষের সাথে জীবন পার করা খুব ই আনন্দের। কষ্টটা আপনাকে টের পেতে দিবে না। নিজের পরিবারকেও আনন্দে রাখার চেষ্টায় থাকেন তারা।
৩. আশাবাদী পুরুষঃ
যারা খুব আশাবাদী তারা কখনোই ভেঙে পড়েন না। বরং যতই ভুল হোক আবার নতুন করে চেষ্টা করেন।
তাদের আত্মবিশ্বাস থাকে অন্য লেবেলে। বিফল হতে হতে কেউ যখন আর তার উপর আশা রাখেন না তিনি ঠিকি তার কাজ চালিয়ে যান।
এই ধরনের স্বামীরা প্রচুর আবেগিও হয়। সারাজীবন আপনার জন্য যুদ্ধ ও করে যাবে এবং আবেগ থাকবে সীমাহীন
৪. দ্রুত সমস্যা সমাধানকারী পুরুষঃ
এই ধরনের পুরুষের জীবনে যত সমস্যা আসুক না কেন তা পার করার ক্ষমতা রাখে। এই মানুষ গুলো প্রচুর ঠান্ডা মাথার হন। এই ধরনের স্বামীরা পারফেক্ট কারন সে কোন ভাবেই আপনাকে কোন সমস্যার মাঝে আটকে থাকতে দিবে না। বরং শান্ত ভাবে নিরাময় করবে।
৫.যে পুরুষেরা দিতে জানেনঃ
এই ধরনের পরুষদের কাছে পরিবার খুব ইমপরট্যান্ট। তারা নিজের জন্য কিছু করার আগে পরিবারের জন্য ভাবে।
এই পুরুষেরা নিজদের স্ত্রীদের জন্য বেশি আবেগী হয়।
আমাদের সামাজিক মাধ্যমগুলো টুইটার ফেসবুক