অদ্ভুত সাজে সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল
অদ্ভুত সাজে সেজেছিল সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল। কারনটা হচ্ছে সামনে হ্যালোউইন ডে!
সানি লিওন ও স্বামী ড্যানিয়েলের কিছু ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল হয়।
সেই ছবি গুলো দেখে নিন।
হ্যালোউইন ডে ছিল ৩১ অক্টোবর। আর সেই জন্যই সানি লিউন তাঁর ইস্টাগ্রামে এই ছবিগুলো পোষ্ট করেন।
সানি লিওন তাঁর ইস্টাগ্রামে আপলোড করা ছবিগুলোতে তাঁর স্বামী ড্যানিয়েলকেও দেখা যায়।
সানি লিওন তাঁর ইস্টাগ্রামে লিখেন, এই বছরের হ্যালোউইন সবার জন্য শুভহোক।
তিনি আরও বলেন, সবাই অনেক মজা ও অনেক আনন্দের সাথে এই বছরের হ্যালোউইন কাটিয়েছেন। তিনি বলেন, এই বছর আমি সবচেয়ে বেশি ছুটি পেয়েছি কভিডের জন্য।
সানি বলেন, হ্যালোউইন ডেতে আমরা সাধারণত ভুত সেজে থাকি তাই আমি একটু ভুতের মত সেজে ছবি গুলো আমার স্বামী ড্যানিয়েলের সাথে তুলেছি।
হ্যালোউইন ডেতে নাকি মৃত দেবতারা এই পৃথিবিতে আসেন। এবং ডাইনি বুড়িরা ঝাড়ুতে করে আকাশে উড়ে বেড়ায়।
কথিত আছে সেই ডাইনি বুড়িরা যে কারো দরজায় এসে কড়া নাড়ে। সেই ডাইনিদের বা ভুত প্রেতদের খুশি করতে হয়।
খুশি করতে না পারলে নাকি তাঁর খবর আছে। আর তাই তাদের খুশি করার জন্য এই হ্যালোউইন ডে উৎসবটি পালন করা হয়ে থাকে। সেইজন্যই সবাই ভুতের মত করে সাজুগুজু করে থাকে ভুতপ্রেতদের খুশি করার জন্য। এই হ্যালোউইন ডে সাধারণত বেশি পালিত হয় ইউরোপে ও আমেরিকাতে।