অদ্ভুত মাছ যার ঠোট ও দাঁত দেখতে মানুষের মত

অদ্ভুত মাছ যার ঠোট ও দাঁত দেখতে মানুষের মত

অদ্ভুত মাছ যার ঠোট ও দাঁত দেখতে মানুষের মত

প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনি রহস্যময়। প্রকৃতি নিজেকে তাঁর মায়াবি আচলে লুকিয়ে রেখেছে। প্রকৃতি তাঁর আচল থেকে যতটুকু রহস্য উম্মোচন করে ঠিক ততটুকুই আমরা দেখতে পাই। কিন্তু মানুষ মাঝে মাঝে তাঁর নিজের অগোচরেই এমন জিনিস আবিষ্কার করে ফেলে যা দেখে আমরা সত্যিই অবাক হয়ে যাই। তেমনই একটি আবিষ্কার হচ্ছে অদ্ভুত মাছ যার ঠোট ও দাঁত দেখতে মানুষের মত!

এর আগেও এই ধরনের মাছ দেখা গিয়েছিল পানির ১ ফুট গভিরে। কিন্তু চিত্রকারের তোলা ছবিতে তা এত স্পষ্ট ছিল না এবং মানুষের মত দেখতে পাওয়া সেই মাছ নিয়ে হয়েছিল অনেক ধোয়াশা এবং রহস্য।

কিন্তু এবার সেই অদ্ভুত আকৃতির মাছটি ধরা পরে এবং মাছটির ঠোট ও দাঁত দেখতে হুবহু মানুষের মত। এবং তাঁর মুখের আকৃতি অনেকটাই মানুষের মত।

ইউরোপ আমেরিকাতে এই মাছের ছবি প্রকাশের সাথে সাথে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেকে বলে বসেন এটা এডিটিং করে করা হয়েছে।

মানুষের মত দেখতে এই মাছকে ট্রিগার ফিশ বলা হয়ে থাকে। এটি এশিয়া মহাদেশে দেখতে পাওয়া যায় কিন্তু খুব বিরল।

এই অদ্ভুত আকৃতির মাছটির কালার হচ্ছে দুই ধরনের। দুটি কালারকে আলাদা করেছে একটি লালা রঙয়ের রেখা। মাছটির মুখ কিছুটা লম্বাটে।

লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

আমাদের লেখা পাঠাতে চাইলে মেইল করুনঃ girlsworld24com@gmail.com

আমাদের সামাজিক মাধ্যমগুলো

টুইটার ফেসবুক


অদ্ভুত মাছ যার ঠোট ও দাঁত দেখতে মানুষের মত

কুমির দুই পায়ে হাঁটত

কুমির দুই পায়ে হাঁটত | Jana Ojana Khobor

তাস সম্পর্কে অজানা তথ্য

তাস সম্পর্কে অজানা তথ্য | Jana Ojana Khobor